
ইন্টারভিউ (Interview) এর আগেও নিশ্চয়ই অনেকবার দিয়েছেন। বেশ ভয়ের ও অস্থিরের পক্রিয়া বলা যায়। কি প্রশ্ন আসবে ও তার উত্তর কি হবে তা নিয়ে চিন্তা চলতেই থাকে। একটি প্রশ্নের উত্তর দিতে না পারেলে চাকরি হাতছাড়া হতে পারে। আর সেই কারণেই কার্যত স্বপ্নের চাকরি হাত ছাড়া হয়ে যায় বহু মানুষের। এক্ষেত্রে পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি হবে এমনটা নয়। আসলে মাঝে মাঝে নিজেদের বুদ্ধি ও IQ পরিমাপ করা হয়।
যে কারণে ইন্টারভিউতে জানা ও মজাদার প্রশ্নের উত্তরও অনেকেই দিতে পারেন না। বইয়ের বাইরের থেকে এই প্রশ্ন গুলি আপনার অবশ্যই জানা উচিত। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের (General Knowledge) প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে। মোট ১০টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আপনাদের জন্য –
১) কোন বিদেশী পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন?
উত্তর – মেগাস্থানিস।
২) শরীরের কোন জিনিস ছেলেদের বড়ো ও মেয়েদের ছোট হয়?
উত্তর – দাঁড়ি-গোঁফ যা ছেলেদের থাকে ও মেয়েদের থাকে না অথবা বড় হয় না।
৩) বছরের কোন দিন পৃথিবীতে দিন-রাত্রি সমান থাকে?
উত্তর – ২১সে মার্চ ও ২৩সে সেপ্টেম্বর।
৪) টোডো উপজাতি কোথায় বাস করে?
উত্তর – কন্যাকুমারিকা।
৫) ভারতে কোথায় শীতল মরু অঞ্চল দেখতে পাওয়া যায়?
উত্তর – লাদাখ।
৬) মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম কি?
উত্তর – ‘মহামতি’ অশোক।
৭) সন্ধ্যার সময় কোন ধরনের বায়ু প্রবাহিত হয়?
উত্তর – সমুদ্র বায়ু।
৮) বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর – ১৭৬৪ সালে।
৯) ভারতের প্রথম সংবাদ পত্রের নাম কি?
উত্তর – বোম্বাই সমাচার।
১০) সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
উত্তর – বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড।