Offbeat

কি সেই জিনিস যা ছেলেদের সহজে বের হয় না, কিন্তু মেয়েদের একটুতেই বেরিয়ে আসে?

IAS বা IPS হবার স্বপ্ন দেখে কোটি কোটি চাকরি প্রার্থীরা। তবে দেশের সবথেকে কঠিন পরীক্ষায় পাশ করা সহজ কথা নয়। তবে শুধুই কিন্তু অনেক বই পড়লে আপনি এই ধরণের চাকরির পরীক্ষায় সফলতা আনতে পারবেন না। তার জন্য দরকার বুদ্ধি ও পৃথিবীর বুঁকে ঘটে যাওয়া কিছু সাধারণ জ্ঞানের। যেকোনোও চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। তাই সেই সময়ে দরকার সাধারণ জ্ঞানের। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য ১০টি প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে হাজির হয়েছি। মূলত বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি।

১) পাঁচ মিনিটের রাস্তা যেতে ঘন্টা খানেক সময় নেয় কে?

উত্তর – ঘড়ির কাঁটা।

২) কি সেই জিনিস যা ছেলেদের সহজে বের হয় না, কিন্তু মেয়েদের একটুতেই বেরিয়ে আসে?

উত্তর – চোখের পাতা।

৩) এমন কোন প্রাণী যার হৃদপিন্ড মাথায় থাকে?

উত্তর – চিংড়ি।

৪) ‘চেতক’ কোন রাজার ঘোড়া ছিল?

উত্তর – মহারানা প্রতাপ।

৫) কোন দেশের জাতীয় খেলা ব্যাটমিন্টন?

উত্তর – ইন্দোনেশিয়া।

৬) ধরুন আপনি সবুজ রং তৈরি করতে চান। তাহলে কোন দুটি রংকে মেশাতে হবে?

উত্তর – হলুদ ও নীল রংকে।

৭) তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল কবে?

উত্তর – ১৯৯১ সালের ২১সে মে।

৮) “চাঁদে জল আছে” – কোন দেশ প্রথম খুঁজে পায়?

উত্তর – ভারত।

৯) আপনি মেয়েদের শরীরের কোন অঙ্গটি খেতে পারবেন?

উত্তর – ঢেঁড়স অর্থাৎ লেডিস ফিঙ্গার।

১০) বছরের কোন মাসে মানুষ কম ঘুমায়?

উত্তর – ফেব্রুয়ারী মাসে কারণ এই মাস অন্যদের থেকে ছোট হয়।