Advertisement
Offbeat

বুদ্ধির খেলা: একটি কাঠি সরিয়ে তৈরি করুন সঠিক সমীকরণ, ৩০ সেকেন্ডে করতে পারলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Brain Teaser: একটি মাত্র দেশলাই কাঠি ঘুরিয়ে আপনাকে অংকের সঠিক সমীকরণ করতে  হবে। খুব সহজ এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। আসলে এই ধরণের ধাঁধা আপনি যদি উত্তর দিতে চান তাহলে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ও খুব ভালো বুদ্ধি থাকা দরকার। যে কারণেই আজকের এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত ১% মানুষ মাত্র দিতে সক্ষম হয়েছে। জানেন কি আছে সেই প্রশ্নে?

ফটোতে দেখুন দেশলাই কাঠি ব্যবহার করে একটি সাধারণ অংক তৈরী করা হয়েছে।

Advertisements

বুদ্ধির খেলা: একটি কাঠি সরিয়ে তৈরি করুন সঠিক সমীকরণ, ৩০ সেকেন্ডে করতে পারলেই আপনি জিনিয়াস

Advertisements

3-2=9, এই ছোট অংকটি দেওয়া আছে। আপনি নিশ্চই ভাবছেন প্রশ্নটি পুরোপুরি ভুল আছে। তবে আদতে কিন্তু এমনটা নয়। আপনাকে মাত্র একটি দেশলাই কাঠি সরিয়ে প্রশ্নটির সঠিক উত্তর দিতে হবে। আদতে খুবই সহজ কিন্তু এই প্রশ্নের উত্তর। জানেন কোন দেশলাই কাঠি সরাবেন? একটু ভালো করে দেখলেই আপনি এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারবেন। আপনার কাছে ৩০ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাই ভালো করে ভেবে তারপরে উত্তর দিন। কি পারছেন না তাই তো? সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে আসছে আপনার। চলুন দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তর।

বুদ্ধির খেলা: একটি কাঠি সরিয়ে তৈরি করুন সঠিক সমীকরণ, ৩০ সেকেন্ডে করতে পারলেই আপনি জিনিয়াস

দেখুন 9 এর একদম ডানদিকের যে দেশলাই কাঠি আছে সেটা যদি বিয়োগের উপর বসিয়ে যোগ চিহ্ন তৈরী করা যায় তাহলে সেই 9 বদলে হয়ে যাবে 5।

বুদ্ধির খেলা: একটি কাঠি সরিয়ে তৈরি করুন সঠিক সমীকরণ, ৩০ সেকেন্ডে করতে পারলেই আপনি জিনিয়াস

সবশেষে সেই ছবির উত্তর আসবে 3+2=5। ফটোটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন আপনারা। খুব সহজ অথচ বুদ্ধির এই খেলায় কিন্তু আপনি জিততে পারলেন না। এমন সুন্দর আরও প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি।