OffbeatVideoViral Video

Viral: প্রকাশ্য রাস্তায় বিশাল আকৃতির সাপের সঙ্গে তুমুল লড়াইয়ে মেতেছে খুদে বেজি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‘সাপে ও নেউলে’ এই কথা তো সবার প্রায় জানা আছে। কিন্তু সেরম জিনিস যদি চোখের সামনেই দেখা যায় তাহলে কেমন হবে। ঠিক সেরমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ইউটিউবে যেখানে দেখা গেল কোবরা সাপ ও একটি নেউলের লড়াই।

দেখা গেল, রাস্তার মাঝে তুমুল লড়াইয়ে মেতেছে দুজন। সাপটি নিজের প্রাণের লড়াই ও নেউল টির নিজের খাদ্যের। প্রথম থেকেই সাপটি পালানোর চেষ্টা করছে। কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে সম্ভবত কিছু চোট পেয়েছে সাপটি। নেউলটি ও এতো সহজে ছেড়ে দেবে না।

সে বার বার সাপটির মাথায় আঘাত করার চেষ্টা করছে। অনেক কষ্টে বার বার সে বেঁচে যাচ্ছে। কিন্তু ভিডিও টির শেষে নেউলটি সম্ভবত ধরে ফেলে ও জঙ্গলে নিয়ে চলে যায়। আসে পাশে লোকজন দাঁড়িয়ে খুব মজা নিচ্ছিলো ব্যাপারটির।

ভাইরাল হয়ে গেছে ভিডিওটি খুব। প্রায় ৪ হাজার মানুষ দেখেও নিয়েছে। তবে শেষ অব্দি সাপটি বেঁচে আছে নাকি টা কিন্তু জানা সম্ভব হয়নি। যদিও প্রকৃতির টানে দুজনকেই সমানভাবে বাঁচার অধিকার দিয়েছে।

Related Articles

Back to top button