Offbeat

অঙ্কের ধাঁধা : 5, 11, 26, 61, 138, *, বলুন তো 138 এর পরে কত বসবে, সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

Brain Teaser: মানুষের IQ থাকলে কিন্তু যে কোনো প্রশ্নের খুব চটপট উত্তর দেওয়া সম্ভব। যে কারণে চাকরির পরীক্ষাতেও প্রথমেই IQ টেস্ট করা হয়। পুঁথিগত বিদ্যার থেকে অনেকটাই বাইরে IQ কিন্তু প্রতিটি মানুষের মধ্যে থাকে। রিজিনিং নামের এক বিশেষ পার্ট নিশ্চয়ই শুনেছেন আপনারা। রিজনিং কিন্তু আদতে বুদ্ধির খেলা যা ঘরে বসেই আপনি অনায়েসে খেলতে পারবেন। আপনারও নিশ্চয়ই বুদ্ধি প্রখর? তাহলে আজকের খেলার সহজ প্রশ্নের উত্তর দেবেন? যদি হন পড়ুয়া কিংবা চাকরি প্রার্থী অতি অবশ্যই এই ধরণের খেলায় অংশগ্রহণ করবেন।

5,11,26,61,138,?

অর্থাৎ এই নম্বর সিরিজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। সহজ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন। তাই অতি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিন। এখনও পর্যন্ত মাত্র ৩% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনারও সময় তাহলে এখন থেকে শুরু করা হচ্ছে।

সময় চলছে ঝটপট উত্তর দিন।

প্রায় কয়েক সেকেন্ড অতিক্রান্ত।

১০



আর বাকি মাত্র ৫ সেকেন্ড।




পেয়েছেন আপনি উত্তর? চিন্তা নেই আমাদের প্রতিবেদনের সাথে মিলিয়ে দেখুন।

প্রথমে আছে 5 ও তারপরে আছে 11।

তাহলে 11 কিভাবে আসলো দেখুন = (5×2)+1= 11

একই ভাবে, (11×2)+4= 26,

(26×2)+9= 61,

(61×2)+16= 138

আর সবশেষে (138×2)+25= 301

অর্থাৎ 301 সংখ্যাটি সেই প্রশ্নবোধক স্থানে বসলে সিরিজটি সম্পূর্ণ হবে। আপনারও একই উত্তর এসেছে? তাহলে তো অবিলম্বে এই IQ টেস্টে আপনি পাশ করেছেন। জিনিয়াস বলা ছাড়া আর কোনো উপায় নেই। আশা করি যারা পারলেন না তারাও পরেরবার উত্তর দিতে পারবেন এই ধরণের প্রশ্নের।