Matchstick Riddle: 7+2=3, একটি কাঠি যোগ করলেই মিলবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস
Matchstick Puzzle: 7+2=3, 1 টি কাঠি যোগ করলেই মিলে যাবে উত্তর, সমাধান করতে মাথার চুল ছিঁড়ছেন গণিত প্রেমীরা

Matchstick Riddle: জনপ্রিয়তার দিক থেকে একেবারে শীর্ষস্থান দখল করেছে দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। এ ধরনের ধাঁধা সমাধান করার জন্য কখনো যোগ করতে হয় একটি দেশলাই কাঠি। কখনো আবার করতে হয় বিয়োগ। আবার মাঝে মধ্যে কেবলমাত্র একটি দেশলাই কাঠির স্থান পরিবর্তন করলেই পাওয়া যায় অঙ্কের সঠিক জবাব। এ ধরনের ধাঁধাগুলি দেখতে যতটা সহজ মনে হয় আদতে কিন্তু ঠিক ততটাই কঠিন। এমন অনেকেই আছেন যারা ঘণ্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেলেও সমাধান করতে পারেন না এ ধরনের ধাঁধা। আবার এমনও অনেকে আছেন যারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করে দেন সমাধান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিতে দেশলাই কাঠি দিয়ে একটি ধাঁধা তৈরি করা হয়েছে। সেটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদের।
Today’s Matchstick Puzzle
7+2=3, কী হল অঙ্কটা দেখেই ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন কীভাবে করবেন সমাধান? আসলে এই অঙ্কটি ভুল রয়েছে। সঠিক উত্তর দিতে হবে আপনাদের। এর জন্য অবশ্য সময় পাবেন 15 সেকেন্ড। তাহলে আর দেরি কেন? শুরু করে দিন অঙ্ক কষতে।
আরও পড়ুনঃ মাত্র 7 সেকেন্ডে ওঠে 0 থেকে 100 স্পিড! নোরা ফাতেহির কাছে আছে এই ঝাক্কাস গাড়ি, দাম শুনলে আতকে উঠবেন
সময় কিন্তু শুরু হয়ে গেছে।
গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সময়।
প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? পারেননি বুঝি? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করার জন্য যোগ করতে হবে একটি দেশলাই কাঠির।
সময় বয়ে চলেছে নিজের তালে।
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সময় শেষ, এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ডানদিকের 3 এর সঙ্গে যোগ করে দিতে হবে একটি দেশলাই কাঠি। তাহলেই সেটি হয়ে যাবে 9। তাহলে ধাঁধাটির সমাধান হচ্ছে, 7+2=9। যদি এখনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্রতিবেদনে দেওয়া ছবিটির দিকে তাকান। সবটা বুঝে যাবেন সহজেই।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে নিত্য নতুন মজার খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।