একঘেয়ে দীঘা-পুরী ছেড়ে এবারের ছুটিতে ঘুরে আসুন কাছের এই সমুদ্র থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

ভারতে কেরালা রাজ্য ঘুরতে যেতে চান বহু মানুষ। ভারতের উত্তর যেমন ভূ-স্বর্গ ঠিক দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্যানভাসে আঁকা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কেরালার বুঁকে খুবই বিখ্যাত একটি স্থান ভাইপিন দ্বীপের সম্পর্কে। কেরালা ঘুরতে গিয়ে এই দ্বীপ ঢু না মারলে কার্যত অসম্পূর্ণ থাকবে আপনার এই ভ্রমণ। চলুন তাহলে রবিবারের সকাল হোক কেরালার ভাইপিন দ্বীপ ভ্রমণের দিন।
কিভাবে যাবেন – হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে এনরাকুরলাম জংশন। কোচি শহরের ঠিক পাশেই অবস্থিত এই দ্বীপ। স্টেশন থেকে সেই দ্বীপের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। বিমানে যেতে হলে কোচিন বিমান বন্দর হয়ে ২০ কিলোমিটার দূরে গাড়ি ভাড়া করে যাবেন।
কোথায় থাকবেন – এই দ্বীপের মধ্যেই প্রচুর হোটেল আছে। তবে দামি থেকে সস্তা সাধ্যের মধ্যে সব রকমের হোটেল পেয়ে যাবেন। আপনি চাইলে কোচি সহরেও থাকতে পারেন। তবে সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন।
কি কি দেখবেন –
- ভাইপিন দ্বীপটি লম্বায় ২৫ কিলোমিটার। পশ্চিমে আরব সাগর এবং কোচিন ব্যাকওয়াটারের মধ্যে পেরিয়ার নদীর বিভিন্ন শাখা দ্বারা গঠিত।
- এই দ্বীপে সম্পূর্ণ সাদা বালির ছড়াছড়ি। তাই খালি পায়ে হাঁটার অনুভূতি খুবই ভালো হবে।
- গোশ্রী ব্রিজ নামে একটি সেতুর মাধ্যমে কোচির সাথে সংযোগ স্থাপন করা হয়েছে মুলাভুকাদু এবং ভাল্লারপদম নামের দুটি দ্বীপের। আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন।
- সম্পূর্ণ দ্বীপ জুড়ে ডাচ এবং পর্তুগিজ স্থাপত্যের একটি নিখুঁত পরিদর্শন পাওয়া যায় যা আপনারা উপভোগ করতে পারবেন।
- হোটেল ও রেঁস্তোরা গুলো সেই ধরণের খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে।
- ৪৬ মিটার উঁচু সবথেকে বড়ো লাইট হাউস ঘুরে দেখতে ভুলবেন না। প্রতিদিন বিকাল ৩টে থেকে ৫ টা পর্যন্ত এই লাইট হাউজ খোলা থাকে।
কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত।