Offbeat

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

ভারতে কেরালা রাজ্য বছরের পর বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে। পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর হলেও দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য কিছু কম নয়। এক কথায় হাতের তুলিতে যেন আঁকা একটি ক্যানভাস এই রাজ্যের প্রতিটি কোনা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কিভাবে কেরালার বিখ্যাত ভার্কালা সমুদ্র সৈকতে সম্পর্কে। সেখানে থাকা, খাওয়া, বিভিন্ন জায়গা ঘোরা ও অন্যান্য খুঁটিনাটি সম্পর্কে এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো।

কিভাবে যাবেন – হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে তিরুবনন্তপুরম। সেই জেলারই অন্যতম জায়গা ভার্কালা। আপনাকে ভার্কালা স্টেশনে নামতে হবে। সেখান থেকে কয়েক মিনিট দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত। বিমানে যেতে হলে তিরুবনন্তপুরম বিমান বন্দর হয়ে ৪০ কিলোমিটার দূরে গাড়ি ভাড়া করে যাবেন।

কোথায় থাকবেন – ভার্কালা সমুদ্র সৈকতের পাশেই অনেক হোটেল, রিসর্ট আছে৷ নিজের সাধ ও সাধ্যের মধ্যে বেছে নিতে অসুবিধে হবে না৷ সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন।

কি কি দেখবেন –

  • ভার্কালায় কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে ভার্কালা সৈকত, জনার্ধনস্বামী মন্দির, শিবগিরি মট, আঞ্জেঙ্গো ফোর্ট এবং পোন্নুমথুরথু দ্বীপ।
  • সমুদ্রের মধ্যে বিভিন্ন ওয়াটার স্পোর্টসে নিজেকে নিযুক্ত করতে পারেন। তাই অতি অবশ্যই আপনাকে এই দুর্দান্ত জায়গাটি ঘুরে দেখতেই হবে।
  • ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত আনচুথেঙ্গু দুর্গ দেখতে পারেন। অনেক বছরের পুরোনো জিনিস সেখানে রাখা আছে।
  • যারা সমুদ্রের নিচে কি আছে সেসব নিয়ে চিন্তা করেন তারা ভার্কালা অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখতে পারেন। এমন এমন প্রাণী সেখানে রাখা আছে যা না দেখলে কোনোদিন জানতেও পারবেন না।

কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।

খরচ : কেরালা সহ ভার্কালা সমুদ্র সৈকত ঘুরতে প্রায় ১৫,০০০ টাকা মতো মাথা পিছু খরচ হতে পারে।