Offbeat

Travel : খরচ নামমাত্র! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Vagator Beach’ থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

গোয়া রাজ্যে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখলেই শুধু হবে না। সেই রাজ্যে লুকিয়ে থাকা একাধিক জায়গা জানতে হবে। ব্যাচেলর লাইফ কাটানোর প্রধান জায়গা গোয়া। দেশের মধ্যেই যেন সম্পূর্ণভাবে বিদেশের সাম্রাজ্য। ডিস্কো থেকে নাইট ক্লাব, বিদেশীদের ভিড়, বিভিন্ন ওয়াটার স্পোর্টস এসব কিছুই ক্ষুদ্র রাজ্যের প্রধান অঙ্গ। আপনারও নিশ্চয়ই গোয়া ঘুরতে যাওয়ার প্ল্যান চলছেই। তাহলে একদম সঠিক প্রতিবেদনে এসে পৌঁছেছেন আপনি। গোয়ার অন্যতম ও জনপ্রিয় একটি সমুদ্র সৈকত সম্পর্কে আজ আমাদের এই প্রতিবেদনে জানাবো।

Location : পাঞ্জিম শহর থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে অবস্থিত আজকের গন্তব্য ভাগটর সমুদ্র সৈকত।

How To Travel : ট্রেনে গোয়া যেতে হলে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেস ধরতে হবে। এটি একটি মাত্র ট্রেন এখন কলকাতা থেকে সরাসরি গোয়া যায়। সেখান থেকে পাঞ্জিম শহর হয়ে গাড়িতে চলে যাবেন গোয়া। বিমান পথে কলকাতা থেকে ডাবোলিম বিমানবন্দর যা রাজ্যের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে নেমে গাড়ি করে পৌঁছাতে হবে। সেই পথের দূরত্ব হবে ২৬ কিলোমিটার মতো।

Where To Stay : গোয়াতে থাকার কোনোরকমের সমস্যা নেই। কার্যত একাধিক হোটেল আছে। অনেকেই গিয়ে একটু দামি হোটেল খুঁজে নেন। সিজনে সব ঘরের দাম হয়ে যায় দ্বিগুন।

Things To Do :

  1. এই বিচ পার্টি, নাইট ক্লাব ও ওয়াটার স্পোর্টসের জন্য বিখ্যাত। ‘স্কুবা ড্রাইভিং’ আপনি করতে পারেন তবে দাম কিন্তু বেশ খানিক।
  2. প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে পারেন বা মার্কেটে ঢু মারতে পারেন পছন্দের জিনিস কেনার জন্য।
  3. স্টেন্ট আলেক্স চার্চ বিখ্যাত একটি জায়গা সন্ধের সময় সবাই প্রার্থনা করতে যায়।
  4. ছাপড়া দুর্গ ইতিহাসের সাক্ষী। তাই এখনও সেই দুর্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেখানে সাধারণ মানুষ গিয়ে দেখা করতে পারেন।

Best Time To Travel : নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত এই স্থানে ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত সময়।

Tour Cost : সমুদ্র সৈকত ভ্রমণে থাকা, খাওয়া ও বিভিন্ন রাইড চড়তে হলে ১৫,০০০ টাকা কিংবা তার থেকেও বেশি খরচ হতে পারে।