আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

এই তীব্র গরমে যদি ঘুরতে না যান তাহলে কিন্তু ‘ভ্রমণ পিপাসু’ আখ্যা পাবেন না। তবে এই সময়ে ঘুরতে যাওয়ার কথা হলেই একঘেয়েমি দার্জিলিং ছাড়া আর কিছু মাথায় আসে না। কিন্তু বারবার এক জায়গায় যাওয়ার দরকার কী? যাবেন নাকি ভারতের অন্যতম রাজ্য ‘সিকিম’। হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসেন। আজ আপনাদের সিকিমের বিশেষ তিনটি জায়গা সম্পর্কে জানানো হলো।
হাওড়া থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হবে। সেখান থেকে গাড়িতে সোজা পৌঁছে যাবেন সিকিম। শেয়ার করা গাড়ি নিলে ভাড়া বেশ কিছুটা কম হবে। সিকিমে খুবই স্বল্প খরচে থাকার ব্যবস্থা আছে। তবে শহরের মতো বড়ো বড়ো হোটেল কিন্তু সেখানে দেখতে পারবেন না। বরং রিসর্ট ও হোম স্টে রাত কাটানোর জন্য একমাত্র ভরসা।
প্রথম দিন বিখ্যাত ছাঙ্গু লেক দেখতে চলে যাবেন যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৪০ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ছাঙ্গু লেকের উচ্চতা ১২,৪০০ ফুট। শীতকালে এই লেকের জল বরফে পরিণত হয় আর তখন সবাই সেখানে সাইকেল চালান। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকে রঙবেরঙের ফুল দেখা যায়। এর পরে সিকিম রাজ্যের পাকিয়ং জেলার ৯,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত জুলুক গ্রামে অবশ্যই ঘুরতে যাবেন।
এটি কাঞ্চনজঙ্ঘা সহ পূর্ব হিমালয় পর্বতমালা দেখার জন্য পর্যটকদের সবসময়ের পছন্দ। তার পরে গ্যাংটক থেকে ১৪০ কিলোমিটার দূর পেলিং যেতে ভুলবেন না। এডভেঞ্চাচারে পরিপূর্ণ পেলিং মানুষের প্রথম পছন্দের। ট্রেকিং, রক ক্লাইমবিং, রিভার রাফটিং সহ বিভিন্ন এডভেঞ্চাচার পরিপূর্ণ থাকে। এই প্রতিবেদন শেষে নিশ্চয়ই সিকিমে ঘুরতে যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ প্ল্যান করে ফেলেছেন।