অনেক হল সমুদ্র ভ্রমণ! স্বাদ বদলাতে ঘুরে আসুন কাছের এই ‘Sonamarg’ থেকে, গেলে মন চাইবে না ফিরতে
Tour Planning : একঘেয়ে সমুদ্রকে জানান বিদায়, ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই 'Sonamarg' থেকে, একবার গেলে মন চাইবে না ফিরতে

বাঙালি মানেই একদিকে যেমন ভোজন রসিক তেমনই আবার অন্যদিকে তারা ঘুরতেও বেশ ভালোবাসেন। আর কাছেপিঠে ঘোরা বলতে সবার দিপুদা তো রয়েছেই। কিন্তু একঘেঁয়ে দীঘা-পুরী-দার্জিলিং থেকে বেরিয়ে একটু স্বাদ বদলাতে অন্য কোথাও ভ্রমণ করতেই পারেন। কিন্তু কোথায় যাবেন তাই ভাবছেন নিশ্চই? তাহলে আজকের এই প্রতিবেদনে তারই সন্ধান দেব। আর সেটা হল কাশ্মীরের গুলমার্গ। আর আজকে এই নিয়েই বিস্তারিত আলোচনা করবো।
Location : শ্রীনগর থেকে ৮২ কিমি উত্তর-পূর্বে অবস্থিত কাশ্মীরের আরেক ভূস্বর্গ হল সোনমার্গ।
Why People Visit :
- সোনমার্গে ঘোরার জায়গার মধ্যে জাজিলা পাস, থাজিওয়াস গ্লেসিয়ার গঙ্গাবাল লেক, গাদসার লেক, ভিসান্তার লেক, সাসতার লেক আছে। এছাড়াও দুধপত্রী, কোকরনাগ, ডাকসুম কিংবা সিনথেনটপের সৌন্দর্য্য আরো অনেক মনোমুগ্ধকর।
- সোনমার্গের আহারবালের জলপ্রপাতটিও আরও এক গন্তব্য।
- উত্তরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্বাদুপানির লেকের নাম উলার লেক। গ্যান্ডারবালে আরেকটি ছোট্ট লেকের নাম মানসবাল।
How To Reach : সোনমার্গ যাওয়ার জন্য আপনাকে আগে কাশ্মীর যেতে হবে। আর তারপর সেখান থেকে নানান ভাবেই আপনি সোনমার্গ পৌঁছাতে পারবেন।
Best Time For Visit : মার্চ থেকে নভেম্বর মাস সোনমার্গ যাওয়ার উপযুক্ত সময়। তবে, কেউ স্নোফল দেখতে চাইলে তাহলে তাদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেতে হবে।
তাহলে আর ভাবছেন কি? এবারের ছুটিতে আর দীঘা-পুরী না গিয়ে সোনমার্গে বেশ কয়েকদিন কাটাতেই পারেন।