Offbeat

অনেক হল দীঘা-পুরী! স্বর্গ সুখ পেতে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement
Advertisements

ইতিহাস বই দেখলে ক্লান্তি আসলেও এখন ইতিহাসে ঘেরা জায়গা দেখতে কিন্তু কোনো ক্লান্তি আসে না মানুষের। এই গরমেও তো কেউ কেউ পাহাড় ছেড়ে পাড়ি দিচ্ছেন ইতিহাসের খোঁজে। তবে যারা গেছেন তারাই জানেন কি নেশা থাকে এই বিশেষ বিষয়ের মধ্যে। তেমনই সুন্দর ও বিরল রাজস্থানের এই শিশ মহল। আজকের প্রতিবেদনে আপনাদের রহস্যে মোড়া এই দুর্গের কথাই জানাবো।

অনেক হল দীঘা-পুরী! স্বর্গ সুখ পেতে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

অবস্থান – রাজস্থানের রাজধানী জয়পুর (Jaipur)। আর এই জয়পুরেই অবস্থিত আমের ফোর্ট (Amer Fort)। বৃহৎ এই দুর্গের মধ্যেই অবস্থান করছে শিশ মহল।

ইতিহাস – জয়পুরের রাজা মান সিং ১৭২৭ সালে এই শিশ মহল তৈরী করেছিলেন। সেই বছরই জয়পুর নামেরও সূচনা করা হয়। মান সিংহের স্ত্রী, অর্থাৎ রানী চেয়েছিলেন খোলা আকাশের নিচে শুয়ে তারা দেখতে। তখন রাজা মান সিং তার স্থাপত্যশিল্পীর সাথে আলোচনা করেন। তারপরেই এই শিশ মহল বা কাঁচের মহলের সূচনা হয়।

অনেক হল দীঘা-পুরী! স্বর্গ সুখ পেতে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

কি কি ঘুরে দেখবেন – সম্পূর্ণ মহলটি তৈরী হয়েছে কাঁচের বিভিন্ন বস্তু দিয়ে। দরজা থেকে দেওয়াল সবকিছুইতেই ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙে গ্লাস। বেলজিয়াম গ্লাস দিয়েই পুরোটা তৈরী হয়েছে। তা ছাড়াও আমের দুর্গের ভিতর প্রচুর মন্দির রয়েছে। সাজানো ফুলের বাগান দেখতে পাবেন যা বছরের পর বছর ধরে কার্যত একই আছে। দুর্গের পাশেই মাওতা হ্রদ। আজমের থেকেও শিশ মহল উপভোগ করতেই সকলে সেখানে উপস্থিত হন।

কিভাবে যাবেন – কলকাতা থেকে জয়পুর পৌঁছাবেন ট্রেনে। আর জয়পুর মানেই তো আজমের দুর্গে পৌঁছে গেলেন। বিমান পথেও কলকাতা থেকে উদয়পুর হয়ে যেতে পারবেন।

অনেক হল দীঘা-পুরী! স্বর্গ সুখ পেতে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

এন্ট্রি ফ্রি – শিশ মহলে ঢুকতে গেলে ভারতীয়দের ১০ টাকা ও বিদেশের মানুষের ৫০ টাকা করে টিকিট কাটতে হয়।

সময় – শিশ মহল প্রতিদিন সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৪:৩০ পর্যন্ত খোলা থাকে।

অনেক হল দীঘা-পুরী! স্বর্গ সুখ পেতে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে