Travel : ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ঘুরে আসুন ‘Serenity Beach’ থেকে, চাঙ্গা হবে মন ও শরীর
অনেক তো ঘুরলেন একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং, স্বাদ বদলাতে এবারের যাত্রা হোক দুর্দান্ত এই অচেনা সৈকত, একবার গেলেই পরে যাবেন প্রেমে।

ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে জনপ্রিয় সমুদ্র সৈকত। কমবেশি সব সমুদ্র সৈকতেই সারা বছর ভিড় জমান পর্যটকেরা। সমুদ্রের কাছে দাঁড়ালে নিজেকে মনে হয় অতি ক্ষুদ্র। এমনকি সমুদ্রের ঠান্ডা হওয়া শান্ত করে দেয় আমাদের মন। ঢেউয়ের গর্জনে অনেকেই খুঁজে পান বেঁচে থাকার মানে। আর সে কারণেই তো একদিন বা দুদিনের ছুটি নিয়ে অনেকেই চলে যান দীঘা ঘুরতে। আবার হাতে যদি একটু বেশি দিন ছুটি পাওয়া যায় তাহলেই পুরীর উদ্দেশ্যে রওনা দেন বাঙালিরা।
এই দুই সমুদ্র সৈকতে সবসময় ভিড় লেগেই থাকে পর্যটকদের। এমন অনেকেই আছেন যারা নিরিবিলিতে সময় কাটাতে চান কিন্তু উপায় পান না। আপনারও যদি এমন ইচ্ছে থেকে থাকে তাহলে ঘুরে আসুন সেরেনিটি সমুদ্র সৈকত (Serenity Beach) থেকে। এখানে একবার ঘুরতে গেলেই ভুলে যাবেন ‘দিপুদা’কে। বারে বারে মন টানবে এই পর্যটন কেন্দ্রের দিকে। কীভাবে যাবেন, কোথায় থাকবেন জেনে নিন খুঁটিনাটি।
আমাদের দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র পন্ডিচেরি। এক দিকে সবুজে ঘেরা জঙ্গল আর অন্যদিকে সমুদ্রের হাতছানি। আর সে কারণেই তো নিরিবিলিতে সময় কাটাতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান সেরেনিটি সমুদ্র সৈকতে (Serenity Beach)। এখানকার আবহাওয়া সারা বছর থাকে মনোরম। বেশিরভাগ সময় এই বিচটি প্রায় জনশূন্যই থাকে। ফলে একান্তে নির্জনে নিজের প্রিয় মানুষটির সঙ্গে কাটানো যাবে সময়। সমুদ্র সৈকতের চারিদিকে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাম গাছ। এখানে দেখা পাওয়া যায় সাদা বালির।
এখানে থাকার জন্য রয়েছে নামিদামি সব হোটেল। এই সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য হাওড়া থেকে পন্ডিচেরি গামী ট্রেনে উঠতে হবে। স্টেশনে নেমে যে কোনো গাড়ি করেই পৌঁছে যাওয়া যাবে সেরেনিটি সমুদ্র সৈকতে (Serenity Beach)। তাহলে আর দেরি কেন, আপনিও যদি কম খরচে নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে চাইছেন তাহলে ব্যাকপ্যাক করে বেরিয়ে যান সেরেনিটি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে।