
ঘুম থেকে উঠেই বেলকনিতে আরাম কেদারায় বসে চায়ে চুমুক, কোন মানুষ এমন একটা দিনের কথা ভাবেন না বলুন তো? বাঙালি মানেই মাছ ভাত ও কয়েক দিনের ছুটিতে বিনা প্ল্যানিংয়েই ঘুরে আসা। এই দুটি কাজ থেকে বিরত থাকলে আপনি নির্ঘাত সমাজে নিজেকে বাঙালি হিসাবে পরিচিতি দিতে পারবেন না। কিন্তু কোন জায়গায় যাবেন ঘুরতে জানেন? চলুন আপনাদের আজ ঘরে বসিয়ে ঘুরে নিয়ে আসি কালিম্পঙ জেলার রামধুরা থেকে।
ট্রেনে করে পৌঁছে যাবেন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি অথবা বাসে করে কালিম্পঙ যেতে হবে। বাসে গেলে বেশ কিছুটা বেশি সময় লাগবে আর যদি গাড়িতে যান সেক্ষেত্রে নিজেদের মতো করে যেতে পারবেন। কালিম্পঙ পৌঁছে আবারো অন্য একটি গাড়ি নিয়ে পৌঁছাতে হবে রামধুরা। দূরত্ব বেশি দূর না হলেও পাহাড়ি রাস্তার জন্য বেশ খানিক অধিক সময় লাগবে।
রামধুরাতে আপনি খুব বড় হোটেল পাবেন না তবে পাবেন অজস্র হোম-স্টে। মাথা পিছু মোটামুটি হাজার টাকা খরচ করেই পেয়ে যাবেন হোম-স্টে। সাথেই পেয়ে যাবেন সকালের চা আর ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যে তে চা ও স্ন্যাক, রাতে ডিনার। যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর মেঘ। পায়ে হেঁটে ইচ্ছেগাওঁ, সিলারি গাঁও ঘুরে দেখবেন।
রামধুরাতে পাহাড়ের উপরে খুব জাগ্রত শিব মন্দির আছে। সেখানেই চাইলে আপনি পুজো দিতে পারেন। ঘন পাইন বনের মধ্যে অজান্তেই আপনি যাবেন হারিয়ে। এই ভ্রমণে সাথে যদি থাকে মনের মানুষ তাহলে তো আর কথাই নেই। তবে সেই নির্জন জায়গা থেকে শহরের কোলাহলে ফিরে আসলে অবশ্যই মন খারাপ করবে আপনার তা বলার অপেক্ষা রাখে না।