Travel : ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

কেরালা রাজ্য ঘুরতে গেলে হয়তো আপনাকে মাসখানেক সময় নিতে হবে। কারণ রাজ্যের প্রতিটি আলাদা জেলায় যা লুকিয়ে আছে তা সত্যি আশ্চর্যের। ভারতের উত্তর যেমন ভূ-স্বর্গ ঠিক দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্যানভাসে আঁকা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কেরালার বুঁকে খুবই বিখ্যাত একটি স্থান ভাইপিন দ্বীপের পুথুভাইপ সৈকত সম্পর্কে। কেরালার সবথেকে সুন্দর, পরিষ্কার ও বিখ্যাত এই দ্বীপে ঢু না মারলে কার্যত অসম্পূর্ণ থাকবে আপনার এই ভ্রমণ। চলুন তাহলে কেরালার এই বিশেষ দ্বীপ ভ্রমণ করে আসা যাক।
কিভাবে যাবেন – হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে এনরাকুরলাম জংশন। কোচি শহরের ঠিক পাশেই অবস্থিত এই দ্বীপ। আর দ্বীপের মধ্যেই রয়েছে বিখ্যাত এই পুথুভাইপ সৈকত। স্টেশন থেকে সেই দ্বীপের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। বিমানে যেতে হলে কোচিন বিমান বন্দর হয়ে আপনাকে যেতে হবে। যার দূরত্ব ঐ ২০ কিলোমিটার মতো।
কোথায় থাকবেন – এই দ্বীপের মধ্যেই প্রচুর হোটেল আছে। তবে দামি থেকে কমদামি সাধ্যের মধ্যে সব রকমের হোটেল পেয়ে যাবেন। অনেকে আবার থাকেন কোচি শহরে। তবে সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন। ভাড়া কিন্তু খানিক বেড়ে যায় তা আগে থেকেই জেনে রাখা ভালো।
কি কি দেখবেন –
- দুর্দান্ত সুন্দর এই সৈকত সাথেই খুব কম লোকের সমাগম থাকে।
- ভাইপিন দ্বীপটি লম্বায় ২৫ কিলোমিটার। তার মধ্যে ৫ কিলোমিটার মত বিস্তৃত এই সৈকত।
- বিভিন্ন মানুষ ঘুরে এসে বলেছেন এই সৈকত নাকি ডলফিন দেখার অন্যতম স্থান। যদিও আমাদের প্রতিবেদন তা যাচাই করেননি। কারণ সেখানকার সব সৈকত এই ধরণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। তবে বেশিরভাগ মানুষের কথায় এই স্থান থেকেই আপনি ডলফিন দেখতে পাবেন।
- এই দ্বীপে সম্পূর্ণ সাদা বালির ছড়াছড়ি। তাই খালি পায়ে হাঁটার অনুভূতি খুবই ভালো হবে।
- এই সৈকত সম্পূর্ণ সমতল যার ফলে আপনি নির্ভয়ে সাঁতার কাটতে পারবেন।
কখন যাবেন – এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া থাকে মনোরম ও বাতাসে আদ্রতার পরিমান কম থাকে।
খরচ – কেরালা রাজ্য একটু খরচ সাপেক্ষ। তাই রাজ্যের যে কোনো স্থানে ঘুরতে একটু বেশি খরচ হবেই। পুথুভাইপ সৈকত ঘুরতে আপনার ১২,০০০ মতো খরচ হবার সম্ভবনা আছে।