Travel : আর নয় একঘেয়ে পুরী-দীঘা-দার্জিলিং! স্বাদ বদলাতে স্বল্প খরচে ঘুরে আসুন অচেনা এই দ্বীপ থেকে

ভারতের কেরালা রাজ্য বছরের পর বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে। পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর হলেও দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য কিছু কম নয়। এক কথায় হাতের তুলিতে যেন আঁকা একটি ক্যানভাস ও এই রাজ্যের প্রতিটি কোনা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কিভাবে কেরালার বিখ্যাত পুভার দ্বীপে ঘুরতে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন এসব কিছু।
কিভাবে যাবেন : হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে তিরুবনন্তপুরম। সেই জেলারই অন্যতম জায়গা পুভার দ্বীপ। আপনি নামবেন তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে। সেখান থেকে ৩০ কিলোমিটার পথ আপনাকে যেতে হবে নৌকার দ্বারা। আবার ১২ কিমি দূরে কোভালাম সৈকত সেখানে থেকেও আপনি পুভার দ্বীপে যেতে পারবেন জল পথে।
কোথায় থাকবেন : দ্বীপের আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু থাকার জায়গা। হোটেল, রিসর্ট আছে যা নিজের সাধ ও সাধ্যের মধ্যে বেছে নিতে অসুবিধে হবে না৷ সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন।
কি কি দেখবেন :
- পুভার দ্বীপকে যেটা আলাদা করে রাখে তা হল এর অপার প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্য উপভোগ করতেই দ্বীপে ঘুরতে যাওয়া।
- নারকেল এবং কলার বাগানের মধ্যে মশলা এবং ফুলের গাছের ঘন বৃদ্ধি জায়গাটিকে সবুজের একটি আনন্দদায়ক মিশ্রণ করে তোলে।
- সমুদ্র সৈকত, দ্বীপ, ব্যাকওয়াটার, নদী এবং সমুদ্র এই স্থানে একসাথে পাঁচটি জিনিসের মিলিত হওয়া যা পুভারের জন্য অনন্য এক জাদুকরী আকর্ষণ।
- সেখানে আয়ুর্বেদিক চর্চা করা হয়। দেশ বিদেশের অনেকে সেখানে অধ্যায়ন করতে যায়।
- সেখানে পাশের গ্রামে গিয়ে কয়েকদিন সেখানকার মানুষদের মতো জীবন কাটায়। খুব সাধারণ যেন প্রকৃতির কোলেও প্রকৃতির সন্তান।
কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত।
খরচ : পুভার দ্বীপে ঘুরতে প্রায় ১৫,০০০ টাকা মতো মাথা পিছু খরচ হতে পারে। কেরালা রাজ্য বেশ খরচ সাপেক্ষ তাই বাজেট আপনার বেশি ধরে রাখতে হবে।