Offbeat

কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই জায়গা থেকে, ভুলে যাবেন একঘেয়ে দীঘা-দার্জিলিং!

Advertisement

এই তীব্র গরমে পাহাড়ে ঘুরতে যেতেই হবে। যদি ঘুরতে না যান তাহলে আপনি নিশ্চয়ই ভ্রমণ পিপাসু নন। তবে এই সময়ে ঘুরতে যাওয়ার কথা হলেই একঘেয়েমি দার্জিলিং ছাড়া আর কিছু মাথায় আসে না। কিন্তু বারবার এক জায়গায় যাওয়ার দরকার কী? যাবেন নাকি ভারতের অন্যতম রাজ্য ‘সিকিমের ছোট শহর পেলিং’। হাজার হাজার পর্যটক প্রতিবছর এখানে ঘুরতে যান। আজ আপনাদের সিকিমের এই বিশেষ জায়গা সম্পর্কে জানানো হলো।

কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই জায়গা থেকে, ভুলে যাবেন একঘেয়ে দীঘা-দার্জিলিং!

কিভাবে যাবেন – হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে যাবেন। সেখান থেকে গাড়িতে সোজা পৌঁছে যাবেন সিকিমের পেলিং। শেয়ার করা গাড়ি নিলে ভাড়া বেশ কিছুটা কম হবে। NJP থেকে পেলিঙয়ের দূরত্ব ১৩০ কিমি। অন্যদিকে সবথেকে কাছে বাগডোগরা বিমানবন্দর যার থেকে পেলিংয়ের দূরত্ব ১৩৫ কিমি।

কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই জায়গা থেকে, ভুলে যাবেন একঘেয়ে দীঘা-দার্জিলিং!

কোথায় থাকবেন – খুবই স্বল্প খরচে থাকার ব্যবস্থা আছে সেখানে। তবে শহরের মতো বড়ো বড়ো হোটেল কিন্তু দেখতে পারবেন না। রিসর্ট ও হোম স্টে রাত কাটানোর জন্য একমাত্র ভরসা।

কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই জায়গা থেকে, ভুলে যাবেন একঘেয়ে দীঘা-দার্জিলিং!

কি কি দেখবেন – প্রথম দিন দেখবেন দাড়াপ গ্রাম। হিমালয়ের কোলে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা ছোট এই গ্রামটি দেখতে দুর্দান্ত লাগবে আপনার। পেলিং হেলিপ্যাড থেকে হিমালয়ান অঞ্চলে হেলিকপটার ভাড়া করে ঘুরতে পারবেন।

কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই জায়গা থেকে, ভুলে যাবেন একঘেয়ে দীঘা-দার্জিলিং!

মূলত তিনটি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে – আপার, মিডল এবং লোয়ার পেলিং। ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড়ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, বিখ্যাত ব্রীজ সবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ।

রিম্বি ফলসের সামনে গিয়ে বসে থাকলে কখন যে ঘন্টা খানেক সময় কেটে যাবে আপনি বুঝতে পারবেন না।

পেলিং থেকে ২৪ কিমি দূরে কাঞ্চনজঙ্ঘা ফলস। সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে পড়ছে জলধারা। বর্তমানে এখানে শুরু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। গাড়ি ভাড়া করে হাতে সময় থাকলে ছাঙ্গু লেক, গ্যাংটক মার্কেট, জুলুক গ্রাম অবশ্যই ঘুরে আসবেন।

কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই জায়গা থেকে, ভুলে যাবেন একঘেয়ে দীঘা-দার্জিলিং!

মাথা পিছু খরচ – বিমানে গেলে খরচ হবে অনেকটাই বেশি। তবে ট্রেনে করে যদি পেলিং ঘুরে আসতে চান তাহলে ৭০০০-৮০০০ টাকা মতো মাথা পিছু খরচ হবে।