Travel : ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স ভুলে ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকত থেকে

ছোট ছুটি কাটানোর জন্য কর্ণাটক উপযুক্ত একটি স্থান। শহরটির অবস্থান যেমন সুন্দর ঠিক তেমন সুন্দর সেখানকার পরিবেশ ও মানুষ। সপরিবার কিংবা একা বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা গোকর্ণের ওম সমুদ্র সৈকত। মূলত যেমন সমুদ্র আছে, আছে তেমনই দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য। যার টানে দূর থেকে ছুটে আসে সাধারণ মানুষ। এবার সেই জায়গায় ভ্রমনে আপনাদের উৎসাহিত করার জন্যই বিশেষ এই সমুদ্র সৈকতের তথ্য নিয়ে হাজির হয়েছি।
Location : ওম সমুদ্র সৈকত উত্তরে কানারা জেলায় অবস্থিত উপকূলীয় শহর গোকর্ণের একটি প্রধান পর্যটন আকর্ষণ।
How To Reach : হাওড়া থেকে ট্রেনে অথবা ফ্লাইটের মাধ্যমে ব্যাঙ্গালোর যেতে হবে। ব্যাঙ্গালোর থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত ওম বিচ। তবে এই সমুদ্র সৈকতের নিকটতম বিমানবন্দর হলো গোয়ার ডাবোলিন বিমানবন্দর। গোয়া থেকে তার দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটারে।
Best Hotels : আপনি খুব কম টাকায় সেখানে হোটেল এমনকি খাবারও পাবেন। এছাড়াও, আপনি যদি কোনও অ্যাডভেঞ্চারে রাত কাটাতে চান তবে আপনি সমুদ্র সৈকতের কাছাকাছি ক্যাম্পিং তাঁবুতেও থাকতে পারেন।
Things To Do :
- গোকর্ণের আশেপাশের পাহাড়গুলি হাইকিংয়ের জন্য ভালো সুযোগ আছে। ওম বিচ রক ভিউ এবং ওম বিচের কাছে রক অফ পিস পর্যন্ত হাইক করতে পারবেন।
- সাদা বালি বিশিষ্ট ওম সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখবেন। এই সৈকতের আকৃতি পুরোপুরি ওম চিহ্নর মতো।
- ওম বিচ ভিউপয়েন্টে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ দৃশ্য উপভোগ করতে পারবেন।
- জেট স্কি রাইড, বোট রাইড, প্যারাসেলিং এবং সার্ফিংও করার মতো একাধিক ওয়াটার স্পোর্টস আছে গোকর্ণের ওম সৈকতে।
- মহাবালেশ্বর মন্দির, গোকর্ণ বিচ, কুডলে বিচ, ইয়ানা গুহা ঘুরে দেখবেন।
Tour Cost : ১২,০০০- ১৫,০০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কর্ণাটক রাজ্যের এই জায়গা ভ্রমণের অভিজ্ঞতা।