
দুদিনের ছুটি মানেই দীঘা কিংবা এমনই কোনো এক পরিচিত জায়গা। কিন্তু এখন যেমন সারাবছর দীঘায় লোক গিজগিজ করে। তাই এক কি দুই দিনের ছুটিতে এর থেকে বেশি কিংবা অফিবিট আর কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় বলুন তো? আজ আমাদের গন্তব্য কিন্তু দীঘা কিংবা মন্দারমণি নয়, ওড়িষ্যার তালসারি বিচ। দুদিনের ছুটিতে দীঘা ভুলে এবার তাহলে সেখানেই চলে যান।
কিভাবে যাবেন – প্রথমে বাসে কিংবা ট্রেনে পৌঁছে যান দীঘা। সেখান থেকে টোটো বা ছোট গাড়ি ভাড়া করে চলে যান তালসারি। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার একদম সীমানাতে এই তালসারি বীচ অবস্থিত। তবে ওড়িষ্যার মধ্যেই বেশিরভাগ অংশ আছে।
কোথায় থাকবেন – তালসারিতে এখন প্রচুর হোটেল গড়ে উঠেছে। মধুচন্দ্রিমায় কিংবা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য মনের মতো হোটেল পেয়ে যাবেন।
কি কি দেখবেন – ওড়িয়া ভাষায় তালসারি বলতে খেজুর গাছের সারি বোঝানো হয়। বঙ্গোপোসাগরের তীরে এই সৈকতের জলরাশি খুব শান্ত, অর্থাৎ এটি নিরাপদ সৈকতগুলির মধ্যে একটি। আপনি চাইলে খুব ভালো করে স্নান করতে পারবেন।
সুবর্ণরেখা নদীর তীর্যক দৃশ্যটি সৈকতের দৃশ্যকে খুবই আকর্ষণ করে তুলেছে। এখানে তাল গাছের সারিগুলি সৈকতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। স্টিমার করে আপনি সমুদ্রের বেশ কিছু দূরে যেতে পারেন। বিভিন্ন ধরণের ওয়াটার স্পোর্টস চালু হয়েছে যা অনায়েসেই আপনি উপভোগ করতে পারবেন। সেখান থেকে একদিন দীঘায় এসে রাত্রি বাস করতে পারেন। সাথেই উদয়পুর, শঙ্করপুর, জুনপুট ঘুরে দেখতে ভুলবেন না।
তালসারি খরচ – আপনাদের দুজনের ঘুরতে মাথাপিছু খরচ হবে ধরুন ৪০০০-৫০০০ টাকার মতো। তবে অল্প দামের হোটেল ও সাধারণ খাওয়ার জন্য কিছু টাকা অবশ্যই কমাতে পারবেন।