ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র থেকে

সপ্তাহের শেষে দুই দিনের ছুটি পেলে অনায়েসেই চলে যেতে পারেন দীঘা কিংবা মন্দারমণি। এখন দীঘা যেতে গেলে মাসখানেক আগের প্ল্যানিং দরকার হয় না। রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই আপনি দীঘা যেতে পারবেন। তবে না এক ঘেঁয়েমি জায়গায় গিয়ে কোনো কাজ নেই। এবার তাহলে দীঘার কাছেই অন্য এক বিচ হোক আপনার ছুটি কাটানোর সেরা ঠিকানা।
কিভাবে যাবেন – কলকাতা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার ও দীঘা থেকে মোটামুটি ১৪ কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুর বিচ। প্রথমে কলকাতা থেকে পৌঁছে যান দীঘা। সেখানে থেকে আপনি টোটো কিংবা গাড়ি ভাড়া করে সোজা শঙ্করপুরে পৌঁছে যেতে পারবেন।
কোথায় থাকবেন – শঙ্করপুরে কয়েকটি বেসরকারি ও দামি হোটেল রয়েছে এছাড়াও লজ ও রিসর্ট আছে সেখানেই আপনি চাইলে রাত্রিবাস করতে পারেন।
কি কি দেখবেন – বর্ষাকালই শঙ্করপুর বেড়াতে যাওয়ার আদর্শ সময়। সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়াবী দৃশ্য দেখলে আর বাড়ি ফিরতে চাইবেন না। হরেক রকমের মাছ ভাজা সাথে সমুদ্রের অবিরাম ঢেউয়ের শব্দ সব মিলিয়ে এক দুর্দান্ত পরিবেশ।
পশ্চিমবঙ্গে সরকার শঙ্করপুর দারুণ সাজিয়ে তুলেছে। সমুদ্রের ধারে দেখতে পাবেন মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা। আসার দিন বেশিরভাগ মানুষ সেখান থেকে টাটকা মাছ কিনে নিয়ে আসেন। সেখান থেকে চাইলে মন্দারমণি চলে যেতে পারবেন।
সমুদ্রের পারে ঝাউ বনের মাঝে যেন আপনার সঙ্গীকে নিয়ে হারিয়ে যাবেন। শঙ্করপুর সহ সম্পূর্ণ দীঘায় কিন্তু দেখা মেলে বঙ্গপোসাগরের। তাই এই জায়গাটি আপনার মনে ধরতে বাধ্য। অনেকেই একদিন শঙ্করপুরে কাটিয়ে দীঘায় চলে যান। আপনি চাইলে তেমনতাও করতে পারবেন এই ট্রিপের মধ্যে।