Offbeat

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

Advertisement
Advertisements

কয়েক বছর আগে পর্যন্ত কেবল দার্জিলিং যেতেন সকল পর্যটক। তার আশেপাশের জায়গা গুলিতে কয়েক ঘন্টার জন্য উপস্থিতি থাকতো। তবে এখন কিন্তু দার্জিলিং কম বরং তার আসেপাশের অফবিট জায়গায় যেতে চান পর্যটকরা। তবে এই গরমে কোথায় যাওয়া যায় বলুন তো? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি শহর ‘মিরিক’ (Mirik) যেতে পারেন। নতুনত্ব ও অভিনব এই স্থানের কথা শুনলে লোভ সামলে রাখতে পারবেন না। তাহলে চলুন এই প্রতিবেদনে আপনাদের ঘরে বসে করিয়ে নিয়ে আসা যাক মিরিক ভ্রমণ।

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

অবস্থান – সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৬৮ মিটার (1768 Miter) উচ্চতায় অবস্থিত এই সবুজ শহর মিরিক। দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম যেখানে সারাবছর ঠান্ডা থাকে।

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

মিরিকে কিভাবে যাবেন – শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে যান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে মিরিক। জলপাইগুড়ি থেকে মিরিকের দূরত্ব মাত্র ৫৭ কিমি আর শিলিগুড়ি থেকে ৫০ কিমি। তিন ঘন্টা মতো সময় লাগবে। আপনি চাইলে বিমানে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দর হয়েও মিরিক যেতে পারবেন।

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

কি কি দেখবেন – মিরিকের প্রসিদ্ধ ভ্রমণস্থান গুলির মধ্যে অন্যতম প্রধান ভ্রমণস্থান হল সামেন্দু লেক। লেকের থেকে দূরে দেখবেন কাঞ্চনজঙ্ঘার মাথা। লেকের ধার দিয়েই ওক, পাইন ইত্যাদি গাছ আছে প্রচুর। মনের মানুষকে নিয়ে সেখানে বোটিং করা যায়। তারপরেই দেখবেন অর্কিড ফুলের বাগান আপনাকে মিরিকে স্বাগত জানাতে তৈরী।

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

সকাল হলে হোটেলের জানলা দিয়ে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। সূর্যের আলো চূড়ার উপর এসে পড়লে যেন সোনায় মোড়া পাহাড় মনে হয়।

মিরিকের একটি প্রধান চাষক্ষেত্র ‘বুঙ্কুলুং’ ঘুরে দেখতে খারাপ লাগবে না। প্রকৃতির অসাধারণ রূপদর্শনের জন্য এই স্থানটির তুলনা হয় না। সেখানেই গ্রামবাসিরা উচ্চমানের কমলালেবু চাষ করেন। চোখের সামনে গাছ থেকে ছিঁড়ে খেতে পারবেন।

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

মিরিক লেক থেকে কয়েক কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন বোকার মনেস্ট্রি। শেষের দিনে মিরিক চা বাগান ও মিরিক ভিউ পয়েন্ট দেখতে ভুলবেন না। নেপাল সীমান্তবর্তী একটি বড়ো বাণিজ্যিক কেন্দ্র পশুপতি নগর দেখতে পারেন। সেখানে খুব কম টাকায় করতে পারবেন শপিং।

কোথায় থাকবেন – মিরিকে থাকার অপসন আছে প্রচুর। এখন যেমন বড়ো বড়ো হোটেল তৈরী হয়েছে তেমনই আছে পাহাড়ের গায়ে ছোট লজ কিংবা রিসর্ট।

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

মাথা পিছু খরচ – আমাদের প্রতিবেদনের শেষে আপনারা জানতে চান খরচ সম্পর্কে। তবে জানিয়ে রাখি খরচ কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। মিরিকে যেমন প্রতিদিন মাথাপিছু থাকা ও খাওয়া মিলিয়ে আপনার ১২০০-১৫০০ টাকা খরচ হবে। আপনার থাকা ও খাওয়ার উপর সেই দাম অবশ্যই ওঠা নামা করতে পারে।