Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ঘুরে আসুন দুর্দান্ত এই সমুদ্র থেকে

ভারত এমন এক উপমহাদেশ যেখানে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল, মালভূমি কার্যত সবকিছুই আছে। যে কারণে প্রতিটি মানুষ সম্পূর্ণ ভারত ভ্রমণ করে দেখতে চান। তেমনই কেরালাকে এমনিতেই গডস অন কান্ট্রি বা ঈশ্বরের নিজের দেশ বলা হয়ে থাকে। এই রাজ্যের সৌন্দর্য বাকি সমস্ত রাজ্যের তুলনায় আলাদা। তাই তো আবারো সেই রাজ্যের বিখ্যাত একটি সমুদ্র সৈকতের খোঁজ নিয়ে আজ হাজির হয়েছি।

Sea Beach: ​মারারি বিচ, কেরালা

Location: কেরালার আলেপ্পির কাছে অবস্থিত মারারি বিচ। সাদা বালির এই বিচ কার্যত ৪ কিলোমিটার মতো লম্বা।

How To Reach Marari : মারারি বিচ থেকে আলাপ্পুঝা সবচেয়ে কাছের প্রধান রেলওয়ে স্টেশন। তবে কোচিনের কোট্টায়াম এবং এর্নাকুলাম জংশন থেকেও খুব বেশি দূরে নয়। সব ক্ষেত্রেই হাওড়া স্টেশন থেকে ট্রেন যায় যেখানে আপনি যেতে পারবেন। মারারির নিকটতম বিমানবন্দর হল কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ট্যাক্সি কিংবা ক্যাব ভাড়া করে আপনাকে মারারি পৌঁছাতে হবে। সময় লাগবে ২ ঘন্টার মতো।

Hotel and Meal : সৈকতের পারেই বহু নামী দামি হোটেল গড়ে উঠেছে। তবে আপনি চাইলে একটু সস্তাতেও রাত কাটাতে পারেন। কিন্তু সমুদ্রের সেই অবিরাম মন স্নিগ্ধ করা দৃশ্য আপনি দেখতে পাবেন না। হোটেলে একসাথে থাকা ও খাবারের প্যাকেজ পাবেন। সাথেই আপনি আলাদা নিজের পছন্দের খাবারও খেতে পারেন।

Things To Do :

  • মারারির সংস্কৃতি মূলত মালাবার উপকূলরেখার বাকি অংশের মতোই। কেরালার এই জায়গা সাদা বালিতে পরিপূর্ণ।
  • সূর্যাস্ত দেখার জন্য মারারির সৈকতের মতো হয়তো কোনো স্থান নেই।
  • নারকেল, পাম, খেজুর, ঝাউ গাছের সারি সেখানে গচ্ছিত আছে। মারারি গ্রামটি তার নতুন টেক্সটাইল এবং তাঁত শিল্পের জন্যও জনপ্রিয়তা অর্জন করছে। সেসব কারখানা ঘুরে দু চারটে পছন্দ মতো জিনিস কিনতেই পারেন।
  • শুধুই সেখানে মানুষের সমাগম তা বললে ভুল হবে। এই পকেট-আকারের অঞ্চলে ৯০ টি প্রজাতির প্রজাপতি, প্রায় ৮০ প্রজাতির পাখি, ৩০০ প্রজাতির স্থানীয় উদ্ভিদ, ৩ টি প্রজাতির কচ্ছপ এবং ১০ টিরও বেশি বিভিন্ন ধরণের ব্যাঙ রয়েছে। তাই সমুদ্রের এই জায়গাতে ঘুরতে গেলে আপনাদেরও প্রকৃতির এই জিনিস গুলি রক্ষা করা কর্তব্য বটে।
  • মারারিকুলামের মাছ চেখে দেখতে ভুলবেন না। এই জায়গাকে জ্যান্ত মাছের ভান্ডার বলা যায়।
  • যাঁরা আয়ুর্বেদের চর্চায় নিজেকে নিমজ্জিত করতে চান, তাঁরা এখানকার অনেক আয়ুর্বেদিক ম্যাসাজ কেন্দ্রের একটিতেও যেতে পারেন।

Trip Cost : কেরলের এই বিশেষ জায়গা ঘুরতে খুব বেশি ১০,০০০ টাকা খরচ হবে।