Offbeat

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement

হিমাচল প্রদেশ রাজ্যের পাহাড়ি এক হিল স্টেশনের নাম মানালি (Manali)। এখানে এলে মনে হবে যেন কোন এক স্বর্গে চলে এসেছি। কাশ্মীর যদি ভূ-স্বর্গ হয় তাহলে মানালি অবশ্যই ‘পৃথিবীর স্বর্গ‘ বলা চলে।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

মানালি যাওয়া-আসার জন্য যে পথ আছে, সেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরওয়ে। তবে মানালি যাওয়ার প্ল্যান করছেন নাকি? তাহলে তার আগে সেই জায়গার ভ্রমণ কাহিনী খুঁটিনাটি দেখে নিন।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

কি কি দেখবেন: সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯৭৮ মিটার উঁচুতে অবস্থিত রোহতাং পাস। মানালি শহর থেকে এটি ৫১ কিমি দূরে অবস্থিত। এটি কুলু (Kullu), লাহাল (Lahaul) এবং স্পিতি (Spiti) উপত্যকার সাথে যুক্ত হয়েছে। ফাঁকা পাহাড়ের বুক চিঁড়ে রাস্তা তৈরী হয়েছে।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

রোহতাং পাস যাওয়ার পথে সোলাঙ ভ্যালি আসে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুপরিচিত। এখানে প্যারাসুটিং, প্যারাগ্লাইডিং, স্কেটিং ইত্যাদির ব্যবস্থা আছে।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

মানালির চমৎকার রাহালা জলপ্রপাত দেখতে ভুলবেন না। পাহাড়ের গা বেয়ে কূলকুল শব্দ জুড়ে সবসময় জলরাশি নেমে নদীতে গিয়ে মিশছে।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

হাদিম্বা দেবীর, গুম্ফা মনেস্টারি, মানালি ইকোপার্ক, মণিকরণ উষ্ণ প্রস্রবন এসব কিছুই দেখতে পারেন। মানালির পাশ দিয়ে বয়ে গেছে বিপাশা বা বিয়াস নদ। সেখানে আপনি চাইলে রিভার রাফটিং করতে পারবেন।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

কখন যাবেন : এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের যে মধ্যবর্তী সময়কাল সেই সময়েই মানালি ঘুরতে যাওয়া উচিত।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

কিভাবে যাবেন : কোলকাতা থেকে ট্রেনে চলে যাবেন দিল্লি। সেখান থেকে বাসে মানালি। বিমানেও সরাসরি দিল্লি চলে যাবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে কিংবা বাসে মানালি চলে যাবেন।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে

কোথায় থাকবেন: মানালিতে অনেক ভালো হোটেল, রিসোর্ট ও হোম স্টে আছে সেখানেই থাকতে পারেন। একসাথে থাকা ও খাওয়া দিয়ে ২০০০ টাকা মতো প্রতিদিন মাথা পিছু খরচ পড়বে।

ভ্যাপসা গরমে নাজেহাল? স্বর্গসুখ পেতে অবশ্যই ঘুরে আসুন বরফে ঢাকা দুর্দান্ত এই জায়গা থেকে