Offbeat

ভুলে যান দীঘা-পুরী! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

Advertisement
Advertisements

পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া যাবে না। আর এই গরমে তো প্রায় সব মানুষের গন্তব্য শুধুমাত্রই পাহাড়। নববর্ষ শেষে শুরু হয়ে গেছে ঈদের খুশি। হাতে দিন কয়েক সময় থাকলেই ঘুরে আসতে পারেন। রাজ্যের বাইরে গেলেই খরচের পরিমান অনেকটাই বেড়ে যায়। এই প্রতিবেদনে আপনাদের জানাবো দার্জিলিং জেলার শৈল শহর ‘কার্শিয়াং’ (Kurseong) -এর সম্পর্কে। ঘুরতে যাওয়ার আগে শব্দের মধ্যে দিয়ে জেনে নিন সেই সুন্দর শহরের কিছু অজানা কথা।

ভুলে যান দীঘা-পুরী! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

অবস্থান – সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৮ মিটার উঁচুতে অবস্থিত কার্শিয়াং শহরটি। সারাবছরই কম বেশি ঠান্ডা কিন্তু লেগেই থাকে।

কিভাবে যাবেন – শিয়ালদাহ বা হাওড়া থেকে ট্রেনে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকেই গাড়ি ভাড়া করে চলে যাবেন ‘কার্শিয়াং’। বিমানে গেলে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে নেমে গাড়ি ভাড়া করে যেতে হবে।

ভুলে যান দীঘা-পুরী! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

কোন সময় যাবেন – মার্চ থেকে মে এবং আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত এই স্থানে ঘুরতে যাওয়ার মোক্ষম সময়। বর্ষাকালে না যাওয়াই ভালো। সেরম কিছু দেখার সুযোগ পাবেন না।

কি কি দেখবেন – মাকাইবাড়ি টি এস্টেট, ডিয়ার পার্ক, নেতাজি সুভাস চন্দ্র বসু মিউজিয়াম, দার্জিলিং হিমালয়ান মিউজিয়াম ঘুরতে পারেন প্রথমে। কারণ দূরের জায়গাই যেতে হলে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের (Darjeeling) দূরত্ব ৩০ কিমি। আপনি চাইলে একটা দিন সেখানে ঘুরতে পারেন।

ভুলে যান দীঘা-পুরী! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

বাঙালি খাবারের সম্ভার পাবেন সেখানের সব হোটেলে। প্রচুর বাঙলি সেখানে হোটেল ও রিসর্ট দিয়েছেন। তাই খাওয়া দাওয়া জমিয়ে হবে। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন যাত্রা কোনোমতেই মিস করবেন না। পাহাড়ের গা ঘেঁষা পথ দিয়ে এঁকে বেঁকে চলে যাবে আপনার টয় ট্রেন।

কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তাই সেখানে দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত মিস করবেন না। ডাউহিল এবং ডো হিল পার্ক, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, ঈগল’স ক্রাগ এসব কিছুই দেখতে পারবেন সময় করে। সেখানকার চা বাগান থেকে জগৎ বিখ্যাত দার্জিলিং চা আনতে ভুলবেন না যেন। সাথেই আনতে পারেন মিষ্টি কমলালেবু।

ভুলে যান দীঘা-পুরী! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

মাথাপিছু খরপচ – কার্শিয়াং ঘুরতে আহামরি কোনো খরচ হবে না। ৫০০০-৭০০০ টাকার মধ্যে ঘুরতে পারবেন প্রতিজন। তবে বাড়ি ফিরে সাধারণ জীবন শুরু করলেও এই ভ্রমণের অভিজ্ঞতা ভুলতে বেশ কিছুদিন সময় লাগবেই।