Offbeat

খরচ হবে নামমাত্র! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন অচেনা এই ‘Kozhikode Beach’ থেকে, গেলে মন চাইবে না ফিরতে

ভারতে মানুষ সবথেকে বেশি উত্তরে ঘুরতে যান। এই কথা আমরা শুনলেও তা কিন্তু সত্যি নয়। লক্ষ লক্ষ মানুষ ঘুরতে যান দক্ষিনে। আর তার মধ্যেই একটা বিশেষ জায়গা হলো কেরালা রাজ্যের কোঝিকোড় সমুদ্র সৈকত। সেই সৈকত তো আশেপাশের বিভিন্ন ভ্রমণ স্থান নিয়েই তৈরী আমাদের এই ছোট প্রতিবেদন।

কিভাবে যাবেন – ঘুরতে যাওয়ার মূল চিন্তা থাকে যাওয়া ও আসা। আর সেটাই যদি খুব সহজ হয় তাহলে তো আর কথাই নেই। বাড়ি বসে অনলাইনে টিকিট কেটে ফেলুন কলকাতা থেকে কেরালাগামী যে কোনো ট্রেন পেয়ে যাবেন। কোঝিকোড় জংশন এখানকার সবচেয়ে কাছের রেল স্টেশন। বিমানে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যেতে হবে আপনাকে। দুই ক্ষেত্রেই সেখান থেকে নেমে কয়েক কিমি পথ পাড়ি দেবেন গাড়ি কিংবা লোকাল ট্যাক্সিতে।

কোথায় থাকবেন – ভারতের মধ্যে এখন ঘুরতে গেলে থাকার চিন্তা করতে হয় না। তাও সাধ আর সাধ্যের মধ্যে থাকার একটা চিন্তা রয়েই যায়। সেই কারণে সৈকতের আশেপাশে নিজের ইচ্ছা মতো খুঁজে নিতে পারেন থাকার জায়গা।

কি কি দেখবেন –

  1. শহরের চারটি সড়ক ওভারব্রিজের মাধ্যমে সমুদ্র সৈকতে প্রবেশযোগ্য। তাই সিন্ সিনারি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
  2. সৈকতে পাকা পাথর এবং আলোকসজ্জা আছে। সন্ধে হলেই ছোট ছোট দোকান সেজে ওঠে বিভিন্ন সরমজাম নিয়ে।
  3. শিশুদের জন্য একটি লায়ন্স পার্ক এবং একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে। যা বাচ্চাদের ঘোরার জন্য দুর্দান্ত একটা জায়গা।
  4. কোঝিপাড়া জলপ্রপাত ওখানকার একটি বিখ্যাত জায়গা।
  5. কোঝিকোড়ের একটি পুরানো বন্দর শহর বেপুর নামে পরিচিত।
  6. কাপ্পাড সৈকত, কদালুন্ডি পাখির অভয়ারণ্য, কাক্কায়াম, পেরুভান্নামুঝি বাঁধ ঘুরে দেখতে ভুলবেন না।

কখন যাবেন – এই স্থানে ঘোরার আসল সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত।

খরচ – মাথাপিছু ১০,০০০ টাকা মতো খরচ ধরে এগোতে পারেন অসুবিধা হবে না।