Offbeat

Travel : একঘেয়ে পুরী-দীঘা ঘুরে ক্লান্ত! স্বাদ বদলাতে অবশ্যই ঘুরে আসুন ‘Keylong’ থেকে, শরীর ও মন হবে চাঙ্গা

Tour Planning : একঘেয়ে সমুদ্রকে জানান বিদায়, ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই 'Keylong' থেকে, একবার গেলে মন চাইবে না ফিরতে

কথায় বলে বাঙালি একদিকে যেমন ভোজন রসিক, ঠিক তেমনই ভ্রমণ প্রিয়। সময় সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন বাঙালিরা। আর পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে দিঘা, পুরী এবং দার্জিলিং-এর নাম। তবে এর বাইরেও কিন্তু রয়েছে একটা অপূর্ব প্রকৃতির রূপ। যারা পাহাড় এবং বরফ ভালবাসেন তাদের জন্য আজ রয়েছে অসাধারণ একটি ডেসটিনেশনের খোঁজ। আর তা হল কেলং। এখানে একবার গেলে বারবার যেতে চাইবে মন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Location : মানালি থেকে মাত্র 115 কিলোমিটার দূরে অবস্থিত লেডি কেলং। প্রায় 19,800 ফুট উচ্চতায় অবস্থিত অসাধারণ এই জায়গা। বছরের প্রায় বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এই হিমবাহ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করবে যে কোনো পর্যটককে। পরিবার, বন্ধু এমনকি দম্পতিরাও ঘুরতে যান এখানে। বিশেষত গ্রীষ্মকালে সারাদেশের লোকেরা কেলং ভ্রমণের পরিকল্পনা করে থাকেন।

Things to Do :

  • ট্র্যাকিং- যারা ট্র্যাকিং করতে ভালোবাসেন তাদের জন্য একেবারেই পারফেক্ট এই জায়গাটি। এখানে ট্র্যাকিং এর অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর হতে পারে।
  • শশুর মঠ- কেলং এ দেখার জন্য সেরা জায়গা গুলির মধ্যে অন্যতম হলো শ্বশুর মঠ।
  • বড় লাচা পাস- কেলং এ অবস্থিত একটি উচ্চ পর্বত গিরিপথ হল বড়লাচা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 4,890 মিটার।

How to Reach :

  • আকাশপথে- বর্তমান আবহাওয়ার কারণে কেলং ভ্রমণের জন্য বেশ প্রতিকূল ফ্লাইটগুলি। তবে আকাশ পথে যেতে হলে ভুন্টার বিমানবন্দরে যেতে হবে। এটিই হলো সবচেয়ে নিকটতম বিমানবন্দর। যা কেলং থেকে 71 কিলোমিটার দূরে অবস্থিত। ভুন্টার বিমানবন্দরে নেমে যে কোনো গাড়ি করেই সহজে পৌঁছে যাওয়া যাবে কেলং।
  • বাস এবং ট্রেন- ট্রেনে করে যেতে হলে আম্বো আন্দাউড়া স্টেশন এ নামতে হবে। এরপর সেখান থেকে যেকোনো ট্যাক্সি করে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে। বাসে যেতে চাইলে দিল্লি থেকে রাষ্ট্র চালিত HRTC বাসে উঠতে হবে পর্যটকদের। প্রায় 16 ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে।

Best Time For Visit : কিলং ঘুরতে যাওয়ার সেরা সময় হল জুন মাস থেকে অক্টোবরের মধ্যে।