Offbeat

Travel : একঘেয়ে পুরী-দীঘা ঘুরে ক্লান্ত! স্বাদ বদলাতে এবারের যাত্রা হোক ‘Kavaratti Island’, একবার গেলেই পরে যাবেন প্রেমে

অনেক তো ঘুরলেন একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং, স্বাদ বদলাতে এবারের যাত্রা হোক দুর্দান্ত এই অচেনা দ্বীপ, একবার গেলেই পরে যাবেন প্রেমে।

Kavaratti Island: বাঙালি মানেই একদিকে যেমন ভোজন রসিক, ঠিক তেমনই ভ্রমণপিপাসু। তবে বর্তমান সময় কাজের ব্যস্ততার কারণে হাতে খুব অল্প সময় থাকে। আর তাই ঘুরে আসতে হয় দীঘা কিংবা পুরী থেকে। আবার যাদের পাহাড় পছন্দ তারা ছুটে যাচ্ছেন দার্জিলিং। আসলে দীঘা, পুরী এবং দার্জিলিং যেন পুরনো হতেই চায় না বাঙালিদের কাছে। তবে এমন অনেকে আছেন যারা আবার একটু স্বাদ বদলাতে ভালোবাসেন। তবে কোথায় যাবেন ভেবে না পেয়ে চলে যাচ্ছেন সেই দীঘা কিংবা পুরীতেই।আপনিও যদি এই তালিকায় থেকে থাকেন তাহলে আজকে প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য।

লাক্ষাদ্বীপের নাম প্রায় সকলেই শুনেছেন। কিন্তু এই দ্বীপের আশেপাশে রয়েছে বেশ কিছু দ্বীপ। তার মধ্যে একটি হলো কাভারত্তি দ্বীপ। আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করবো এই দ্বীপ নিয়ে।

  • Location : লাক্ষাদ্বীপের সবচেয়ে উন্নত দ্বীপগুলির মধ্যে একটি হল কাভারত্তি দ্বীপ। এই দ্বীপটি প্রায় 52 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই দ্বীপটি নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ নৌবাহিনীর ঘাঁটি হিসেবে কাজ করে।
  • Why People Visit Kavaratti Island :
  1. বিবাহিত দম্পতি এবং যারা একটু নির্জনে সময় কাটাতে চান তাদের জন্য একেবারে অসাধারণ জায়গা কাভারত্তি দ্বীপ।
  2. এখানকার মনোরম পরিবেশ, নীল জল, সাদা বালি খুব সহজেই মন শান্ত করে দেবে আপনার।
  3. এছাড়াও এই দ্বীপে ভ্রমণ করতে গেলে নানান ধরনের জলের রাইড করতে পারবেন পর্যটকরা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, স্নরকেলিং, সমুদ্রে মাছ ধরা এবং স্কুবা ডাইভিং।
  4. আপনি যদি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে এটি আপনার জন্য একেবারে সেরা ঠিকানা।
  • How To Reach : কাভারত্তি দ্বীপে খুব সহজেই জাহাজ বা প্লেনে চরে পৌঁছে যেতে পারবেন। ভারতীয় এয়ারলাইন্স দ্বারা পরিচালিত কোচি থেকে লাক্ষাদ্বীপের ফ্লাইট রয়েছে। আপনি চাইলে কোচি থেকে আগাত্তির ফ্লাইটে চড়তে পারেন। এখান থেকে একেবারে সামনেই অবস্থিত কাভারত্তি দ্বীপ। এছাড়াও রয়েছে একগুচ্ছ জাহাজ। সেগুলি হল এমভি কাভারত্তি, এমভি আরব সাগর, এমভি লাক্ষাদ্বীপ সাগর, এমভি লেগুন। কোচি থেকে নির্দিষ্ট স্থানে জলপথে পৌঁছতে সাধারনের সময় লাগবে 15 থেকে 20 ঘন্টা।
  • Best Time For Visit : যেকোনো সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য সেরা সময় হলো শীতকাল। আসলে এই সময় মনোরম থাকে আবহাওয়া। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস কাভারত্তি দ্বীপে ঘুরতে যাওয়ার সেরা সময়।
  • Trip Cost : কাভারত্তি দ্বীপে ঘুরতে যেতে হলে আপনার যাতায়াত বাবদ খরচ করতে হবে 8000 টাকা এবং জলের রাইডিং করার জন্য খরচ করতে হবে 4000 টাকা। এছাড়াও রয়েছে থাকা খাওয়ার খরচ।

তাহলে আর দেরী কেন? চলতি বছরের শীতেই ঘুরে আসুন কাভারত্তি দ্বীপ থেকে। সমুদ্রের নিরিবিলি পরিবেশে আনন্দে কাটিয়ে আসুন বেশ কয়েকটা দিন।