Offbeat

Travel : একঘেয়ে সমুদ্র ঘুরে ক্লান্ত! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Kausani’ থেকে, পাবেন স্বর্গ সুখ

ভ্যাকেশন ডেস্টিনেশন হিসেবে প্রথমেই মাথায় আসে দীঘা-পুরীর কথা। কিন্তু আমাদের এই দেশে আরও অনেক সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে। যা দেখলে মন জুড়িয়ে যাবে আপনারও। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের তেমনই একটি হিল স্টেশনের সন্ধান দেব। যারনাম মাধ দ্বীপ কৌশানি।

Location : কৌশানি হল উত্তরাখণ্ডের ছোট্ট স্বর্গ। যা শান্তিপ্রেমীদের আকর্ষণ করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮৯০ মিটার উপরে অবস্থিত। কৌশানি পর্যটন প্রকৃতি এবং মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপের সঙ্গে একটি মনোরম প্রকৃতিও প্রদান করে। এটি ভারতের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। এই হিল স্টেশনটি কুমায়ুন অঞ্চলের একটি অংশ। এটি জীববৈচিত্র্যের ভরপুর।

How To Reach : কৌশানিতে কোনো বিমানবন্দর নেই। তবে আপনি কৌশানি পৌঁছানোর জন্য বিভিন্ন উপায় পেয়ে যাবেন। পন্তনগর বিমানবন্দরটি প্রায় ১৬৮ কিমি দূরে কৌশানি গ্রামের নিকটতম বিমানবন্দর। তা ছাড়া দেরাদুন বিমানবন্দরও থেকেও আপনি কৌশানি যেতে পারেন। এছাড়াও, আপনি প্রতিবেশী রাজ্য থেকে সড়কপথে কৌশানি যাওয়ার জন্য নিয়মিত বাস পরিষেবা নিতে পারেন। আপনি যদি ট্রেনে কৌশানি দেখার পরিকল্পনা করেন, তাহলে কাঠগোদাম রেলওয়ে জংশন সবচেয়ে কাছের হবে।

Thing To Do : অন্তহীন প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হওয়া থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সবই আপনি কৌশানিতে পাবেন।

  1. এখানে আপনি রুদ্রধারী জলপ্রপাত ট্রেকিং উপভোগ করতে পারেন।
  2. কৌশানি প্ল্যানেটেরিয়ামে স্টারগেজিং
    কৌশানি টি এস্টেটে ঘুরে দেখতে পারেন। এমনকি প্রকৃতির মধ্যে হেঁটে বেড়াতে পারেন।
  3. লক্ষ্মী আশ্রমে কিছু সময় কাটাতে পারেন। এছাড়াও বৈজনাথ মন্দিরের প্রাচীন স্থাপত্যের প্রশংসা করতে বাধ্য হবেন।

Best Time For Visit : কৌশানি তাপমাত্রা বছরের প্রায় সব মাসের জন্য উপযোগী। পরিবেশ সতেজ এবং স্বাস্থ্যকর। প্রতিটি ঋতুতে পর্যটকদের জন্য অনন্য কিছুই এখানে থাকে। বলা চলে প্রতিটি ঋতুতে এখানে ভিন্ন অভিজ্ঞতা পাবেন। তবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এখানে ঘোরার সবচেয়ে ভালো সময়।