Advertisement
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

Advertisement
Advertisements

একান্তে দুজনে সময় কাটাতে কে না চায় বলুন তো? তবে কোন সময় অফিসের ছুটি তো কোনো সময় বাঁধা হয়ে যায় বাজেট। যে কারণে একান্তে নিরিবিলি কিছুতেই সময় কাটাতে পারছেন না। চিন্তা নেই আজ আপনাদের পাহাড়ে যাওয়ার এমন একটা ঠিকানা দেবো যা কার্যত এর আগে কোনোদিন শুনেছেন কিনা সন্দেহ। যেমন একান্তে ঠিক তেমনই খুব কম খরচে আপনি যেতে পারবেন সেখানে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

Advertisements

দার্জিলিং থেকে ৫০ কিলোমিটার পূর্বে কালিম্পং (Kalimpong) একটি ছোট শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত। কলকাতা থেকে ট্রেনে আপনাকে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি কালিম্পং চলে যেতে পারবেন। নিকটবর্তী বাগডোগরা বিমানবন্দর দিয়েও আপনারা যেতে পারবেন ঠিক একইভাবে।

Advertisements

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

বিভিন্ন হোম স্টে ও হোটেল আছে সেখানেই কাটাতে হবে আপনাকে রাত। আপনার চাহিদা অনুযায়ী বাঙালি খাবার তৈরী করে দেওয়া হবে সেখানে। তবে সেখানে গেলে বিভিন্ন পাহাড়ি খাবার খেয়ে দেখতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সকালে উঠেই দেখবেন পৃথিবীর তৃতীয় বৃহতম শৃঙ্গ ‘কাঞ্চনজঙ্ঘা’। কালিম্পঙ থেকে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের গৌরিপুর হাউস দেখতে ভুল করবেন না। তারপরেই কালিম্পং থেকে ২৮ কিলোমিটার দূরে ৮২৫০ ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং অঞ্চলের সেরা পর্যটন কেন্দ্র রিশপ-রিম্বিককে পৌঁছে যাবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

এই পথে মানুষ বেশিরভাগ ট্রেকিং করতে যান। এছাড়াও লর্ড বুদ্ধা স্ট্যাচু, শেরপা ভিউ পয়েন্ট, দূর্গা মন্দির, হনুমান টেম্পল, মঙ্গল ধাম, পাইন ভিউ নার্সারি উল্লেখযোগ্য এই জায়গা গুলি দেখতে ভুলবেন না। কালিম্পঙ ঘুরতে আপনার মোট ৫০০০-৭০০০ টাকা মতো খরচ হবে। পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা এই কয়েকদিনের নিরিবিলি ভ্রমণ আপনাদের ভালো লাগতে বাধ্য। তাই আজই ব্যাগ গুছিয়ে মনের মানুষের হাত ধরে বেরিয়ে পরুন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে