
পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা বললেই তো প্রথমে আসে দার্জিলিংয়ের নাম। তবে কিন্তু শুধু দার্জিলিং বললে চলবে না। দার্জিলিং থেকেও বহু জায়গা আছে যেগুলি নিরিবিলি ও অফবিট বলা হয়। সেসবের মাঝেই দার্জিলিং জেলার অন্তর্গত সিটংয়ের নাম সকলেই শুনেছেন। সম্পূর্ণ একটি অফবিট ডেস্টিনেশন বলা যায়। যেখানে পাহাড় থেকেই শুরু করে জঙ্গল ও ফুলেদের নানা রকম রংবাহারি আপনারা দেখতে পারবেন। তবে আজকের গন্তব্য কিন্তু সিটং নয় বরং সিটং থেকে মঙ্গপু যাওয়ার পথে দুর্দান্ত একটি জায়গা হলো যোগী ব্রিজ।
হাওড়া বা শিয়ালদাহ থেকে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে যাবেন সিটং। একটা রাত কাটিয়ে এবার আপনি মঙ্গপু যেতে পারেন কিংবা শুধুমাত্র যোগী ব্রিজ যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন। আগে থেকে হোম স্টে বুক করে রাখলে অবশ্যই সুবিধা হবে। দিন প্রতি ১২০০-১৫০০ টাকা খরচ হবে মাথাপিছু। ছবির মতো সাজানো এই যোগী ব্রিজ এলাকায় একবার গেলে বার বার যেতে ইচ্ছা করবে।
রিয়াং নদীর সেতুতে ওঠার মুখেই মুখিয়া হোম স্টে যোগীঘাটে থাকার একমাত্র জায়গা। জনপ্রতি দিন হিসাবে থাকা ও খাওয়ার খরচ ১২০০-১৫০০ টাকা। কিংবা নিজের টেন্ট লাগিয়ে নদীর পাশে থাকাতেই পারেন। পাখির কলতান, নদীর জলের স্রোতের শব্দ, চোখ জুড়ানো সবুজে মন ভরে যায় এই জায়গায়। রিয়াং নদীর পাশের এই যোগীঘাটের নাম এখনও সেভাবে কেউ জানে না। তবে যারা মঙ্গপু গেছেন তাদের কাছে এটা অবশ্য জানা।
বর্ষা কালে রিয়াং নদী সম্পূর্ণ ভরে ওঠে। যার ফলে সেই নদীতে পা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০৫০ ফুট উচ্চতায় যোগী ব্রিজ অবস্থান করে। স্যালামান্ডারের বাসভূমি নামথিং পোখরি, সিঙ্কোনার দেশ লাটপাঞ্চারের, বাগোড়া, চিমনি এসবগুলি যোগী ব্রিজ থেকে ঘুরতে যাওয়ার বিশেষ স্থান। দুর্দান্ত এই জায়গায় মনের মানুষের সাথে ঘুরতে গেলে খারাপ লাগবে না। তবে সিটং ও মঙ্গপু যদি ঘুরতে যেতে চান তাহলে সেক্ষেত্রে বাজেট একটু বৃদ্ধি পাবে।