Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

পশ্চিমবঙ্গের একদিকে যেমন আছে উঁচু পাহাড় ঠিক তার বিপরীতে আছে সমুদ্র ও জঙ্গল। একদিকের জেলা দার্জিলিং হলে অন্যদিকের জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। কার্যত সেই দক্ষিণ চব্বিশ পরগনাতে নেহাত ঘোরার জায়গা কম নেই। বকখালি, সুন্দরবন, মৌসুনি দ্বীপ এসব জায়গার নাম তো আপনারা আগেই শুনেছেন। কিন্তু আপনারা কি জানেন জম্বু দ্বীপের কথা। নিশ্চয়ই এই অফবিট জায়গার নাম শোনেননি আপনারা। তাহলে চলুন এই জায়গার একটা দুর্দান্ত পরিপাক দেওয়া যাক।

জায়গার নাম – জম্বু দ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা।

অবস্থান – জম্বু দ্বীপ পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গোপসাগরের একটি দ্বীপ। দ্বীপটি বকখালি বা ফ্রেজারগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দ্বীপটি জনমানব শূন্য।

কিভাবে যাবেন – জম্মু দ্বীপের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো নামখানা। শিয়ালদা থেকে নামখানাগামী যে কোন ট্রেনে উঠে চলে যান সোজা নামখানা। সেখান থেকে নদী পার করে চলে যান বকখালি। আর সেখান থেকেই আবার স্টিমারে করে চলে যান জম্মু দ্বীপ।

কোথায় থাকবেন – আপনাদের জানিয়ে রাখি জম্মু দ্বীপে কোনো থাকার জায়গা নেই। তাই আপনাকে ৮ কিলোমিটার দূরে বকখালিতেই থাকতে হবে। সেখানে বেশ ছোট খাটো হোটেল আছে।

কি কি দেখবেন –

  • প্রথমেই জানিয়ে রাখি জম্মুদ্বীপ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। ১৯,০০০ হেক্টর জায়গা জুড়ে এই জম্মু দ্বীপের বিস্তৃতি তবে সেখানে জনমানব হীন।
  • ২০১৫ সাল থেকে অবশ্য পশ্চিমবঙ্গ সরকার এই স্থানকে পর্যটনের দিক থেকে উন্নত করতে চেয়েছে তবে এখনও তেমন কিছু হয়নি। আপনাকে সম্পূর্ণ এই জায়গা সমুদ্রের উপর দাঁড়িয়ে স্টিমারে করেই দেখতে হবে।
  • জম্মুদ্বীপে শীতকালে কয়েক হাজার পরিযায়ী পাখি আসে। যে কারণে বিভিন্ন দেশের ফটোগ্রাফাররা সেখানে ভিড় জমান।
  • সেখানে মৎসজীবি মানুষের খুব ভিড় হয়। তাই সেখানে গেলে ইলিশ থেকে পাবদা, পমফ্রেট থেকে বাগদা চিংড়ি সবকিছুই খেতে পারবেন খুব টাটকা।

খরচ – দক্ষিণ চব্বিশ পরগনাতে ঘুরতে হলে খরচ হবে নাম মাত্র। ২০০০-২৫০০ হাজার টাকার মধ্যে অনায়েসেই আপনি এই জায়গা ঘুরে নিতে পারেন।