Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, রূপে পাগল হয়ে যাবেন

Advertisement
Advertisements

দিন দুয়েক শান্তি ও নিরিবিলিতে কাটাতে চান? শহরের এই কোলাহল থেকে অনেক দূরে যেতে চায় আপনার মন? চিন্তা নেই, গরমের সময়ে পাহাড়ে ঘুরতে যাবেন না সেটা কি হয়! যাবেন নাকি কালিম্পঙ -র ছোট জায়গা দূরপিন দাড়া হিল (Durpin Dara Hill)? হাজার হাজার মানুষের একটি অজানা জায়গার কথা বলবো আর তা হলো দূরপিন দাড়া। উত্তর বঙ্গের এই অফবিট (Offbeat) ডেস্টিনেশন হাতে গোনা মানুষই জানেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, রূপে পাগল হয়ে যাবেন

কিভাবে যাবেন – কলকাতা থেকে ট্রেনে (Train) শিলিগুড়ি (Siliguri) কিংবা নিউ জলপাইগুড়ি চলে যাবেন। শিলিগুড়ি থেকে গাড়িতে চলে যাবেন কালিম্পঙ। আর সেখানেই অবস্থিত এই দূরপিন দাড়া হিল।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, রূপে পাগল হয়ে যাবেন

কোথায় থাকবেন – সেখানে অনেক গুলি ছোট হোমস্টে (Home Stay) ও রিসর্ট (Resort) আছে। আবার চাইলে আপনি কালিম্পঙ থাকতে পারেন। ১২০০- ২০০০ টাকার মধ্যে থাকা ও খাওয়া সমেত মাথাপিছু পেয়ে যাবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, রূপে পাগল হয়ে যাবেন

কি কি দেখবেন – দুরপিন পাহাড় কালিম্পং শহর, তুষার-ঢাকা হিমালয়, তিস্তা নদী এবং এর উপত্যকা এবং জেলেপ্লা পাসের একটি মনোরম দৃশ্য আপনাকে উপহার দেবে। চূড়ার ঠিক অদূরে একটি গল্ফ কোর্সও রয়েছে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, রূপে পাগল হয়ে যাবেন

পাহাড়ের উপরে রয়েছে ‘জাং ধোক পালরি মঠ’ যা সবার কাছে দুরপিন মঠ নামে পরিচিত। দুর্দান্ত এই স্থাপত্যটি কার্যত সবার মন ভরিয়ে তোলে। মঠটি কাঙ্গিউরের ১০৮ টি খণ্ডের ভাণ্ডারে রয়েছে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, রূপে পাগল হয়ে যাবেন

নীচের তলায় প্রধান প্রার্থনা কক্ষে চিত্তাকর্ষক ম্যুরাল রয়েছে। তিস্তা নদীতে করতে পারবেন রিভার রাফটিং। সাথেই পাহাড়ের গায়ে ইচ্ছা হলে ট্রেকিং করতে পারেন। কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন সেখান থেকে। এখান থেকে চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো ঘুরে আসতে পারেন। সাড়া বছরই এখানের পরিবেশে কিন্তু শীত মেখে থাকে।