Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয় মানুষের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

Advertisement

প্রকৃতি কিন্তু বড়ই অদ্ভুত। একদিকে যেমন দাবোদাহ গরম ঠিক তেমনই কার্যত বরফে আচ্ছন্ন কোনো স্থান। আমাদের বাংলায় যেমন ৯ মাস গরম ও তিন মাস থাকে ঠান্ডা তাও সীমিত বলা চলে। কিন্তু গরমের সময়ে এক চিলতে শান্তি খুঁজতে কার্যত ঠান্ডা জায়গাতেই পাড়ি দিতে চান সকলে। ওহঃ! ঠান্ডা জায়গার কথা বলতেই মনে পড়লো যাবেন নাকি দার্জিলিংয়ের কাছে ৬৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এক অদ্ভুত সুন্দর গ্রাম ‘দাওয়াইপানি’ (Dawaipani) ঘুরতে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয় মানুষের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

কলকাতা বা হাওড়া থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে ৮১ কিমি দূরত্বের পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন দাওয়াইপানি ৩ ঘন্টার মধ্যে। কলকাতা থেকে প্লেনে বাগডোগরা নেমেও দাওয়াইপানি যাওয়া যায়। বিমানবন্দর থেকেও গাড়ি ভাড়া করে চলে যাবেন সেখানে। দাওয়াইপানিতে থাকবার জন্য ৮-১০ টা হোম স্টে আছে। ভাড়া ও প্রতিদিন মাথাপিছু থাকা-খাওয়া মিলিয়ে ১২৫০ টাকা খরচ পড়বে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয় মানুষের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

গ্লেনবার্ন, লামাহাট্টা, তাকদা চা বাগান নামের বিশেষ কয়েক বিখ্যাত চা বাগান রয়েছে আর সেখানের চায়ে কিন্তু আমরা প্রতিদিন চুমুক দিয়ে থাকি। শান্ত এই গ্রামটি কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কিছু শৃঙ্গের সাহায্যে কিন্তু ঘেরা আছে। রাতের বেলা দার্জিলিং শহরকে স্পষ্ট দেখা যায়। দাওয়াইপানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য আসাধারণ।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয় মানুষের হাত ধরে ঘুরে আসুন এই স্থান থেকে

সেখানে জানা-অজানা বিচিত্র সব পাখি দেখতে পাওয়া যায়। ১৫ কিমি দূরে দার্জিলিং শহরে একদিন ঘুরে আসতেই পারেন। সময় হাতে থাকলে সেখান থেকে লামাহাট্টা, সিটং অথবা কালিম্পং চলে যেতে পারেন। সব মিলিয়ে এই কয়েক দিনের ট্যুর আপনার ভালো লাগতে বাধ্য। ব্যস্ত জীবন থেকে দূরে, চুপচাপ নির্জনে প্রকৃতির রূপের সুধা দেখতে হলে দাওয়াইপানি চলে যান।