×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী! কম বাজেটে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

বিয়ে মানেই কিন্তু প্রচুর খরচ তার উপরে মধুচন্দ্রিমায় যাওয়ার বাড়তি একটা উত্তেজনা। তবে পকেটের যা অবস্থা তাতে ভারতের বাইরে অন্য দেশে নাম মাত্র মানুষ যেতে সক্ষম হয়। শুধু হানিমুন নয় বন্ধু কিংবা প্রবারের সাথেও অল্প খরচে ঘুরতে যেতে চান সকলে। না না এতচিন্তার কারণ নেই আজ আমাদের প্রতিবেদনে আপনাদের হদিশ দেবে কম বাজেটে মধুচন্দ্রিমা কিংবা পরিবারের সাথে ঘুরতে যাওয়ার সেরা এই ৫ টি জায়গা।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! কম বাজেটে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

১) অরুণাচলের তাওয়াং: কম খরচে অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে ঘুরতে যেতে পারেন। পূর্ব ভারতের এই ছোট্টো শহরটি যেন সম্পূর্ণ ছবির মতো করে সাজানো। এখানে ঘুরতে গেলে খুব কম খরচে আপনি পাহাড় থেকে জঙ্গল সব কিছুই একত্রে উপভোগ করতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! কম বাজেটে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

২) হিমালয়ের হিল স্টেশন: মুসৌরি নাম টা শুনলেই কেমন হিমালয়ের হিল স্টেশনের কথা মনে পরে। উত্তরাখণ্ডের বুঁকে অবস্থিত এই শৈল শহরটি খুব অল্প খরচেই ঘুরে নিতে পারবেন। এখানে গেলে মনে হবে এখনও সেই ব্রিটিশদের ভারতে এসে গেছেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! কম বাজেটে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

৩) তামিলনাড়ুর কন্যাকুমারী: কন্যাকুমারী পর্যটকদের সবথেকে প্রিয় জায়গা। তবে আগের থেকে এই স্থানের জনপ্রিয়তার সামান্য ভাটা পড়েছে। সেকারণেই খানিকটা সস্তা হয়েছে এই জায়গাটি। সমুদ্র ও সবুজ প্রকৃতিতে ঘেরা এই জায়গার সৌন্দর্য নিজের চোখে না দেখলে মিস করবেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! কম বাজেটে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

৪) কসৌনি শহর: হিমাচল প্রদেশের কসৌনি একদম সিমলার প্রতিবেশী একটি দুর্দান্ত জায়গা। দিল্লি থেকে কালকা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছে যাবেন কসৌনি শহরে। দু রাত যদি এখানে কাটান সব কিছু মিলিয়ে পাঁচ হাজার টাকাও হয়তো খরচ হবে না আপনার।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! কম বাজেটে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

৫) রাজস্থানের জয়পুর: প্রচন্ড গরম তাতে কি বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ করতে চাইলে জয়পুর যে আদর্শ জায়গা তা বলার অপেক্ষা রাখে না। হাওড়া থেকে জয়পুর যাওয়ার সরাসরি ট্রেন আছে আবার দিল্লি থেকেও আপনি কম খরচে চলে যেতে পারেন। জয়পুরের খুব ভালো করে থাকলে বিলাসবহুল হোটেলে থাকতে পারবেন। তবে খোঁজ করলে হাজার টাকার নীচেও হোটেল পেয়ে যাবেন।