Advertisement
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের সাথে ছুটিতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

Advertisement
Advertisements

পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা বললেই তো প্রথমে আসে দার্জিলিংয়ের নাম। তবে কিন্তু শুধু দার্জিলিং বললে চলবে না। দার্জিলিং থেকেও বহু জায়গা আছে যেগুলি নিরিবিলি ও অফবিট বলা হয়। সেসবের মাঝেই দার্জিলিং জেলার অন্তর্গত সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কাছেই সবুজে ঘেরা গ্রাম ‘ধোত্রে’। যেখানে পাহাড় থেকেই শুরু করে জঙ্গল ও ফুলেদের নানা রকম রংবাহারি আপনারা দেখতে পারবেন। গ্রামের নানা দিক থেকে যেদিকেই চোখ যায় সেদিকেই চোখে পড়ে সবুজ।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের সাথে ছুটিতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

Advertisements

হাওড়া বা শিয়ালদাহ থেকে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে ধোত্রে যাবার গাড়ি পেয়ে যাবেন। এনজেপি বা বাগডোগরা থেকে ধোত্রের দূরত্ব ১০০ কিমির আশেপাশে। আগে থেকে হোম স্টে বুক করে রাখলে অবশ্যই সুবিধা হবে। দিন প্রতি ১২০০-১৫০০ টাকা খরচ হবে মাথাপিছু। ছবির মতো সাজানো এই গ্রাম একবার গেলে বার বার যেতে ইচ্ছা করবে।

Advertisements

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের সাথে ছুটিতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪০ ফুট উচ্চতায় ধোত্রে গ্রামটি অবস্থান করে। দুর্দান্ত পর্বতমালার দৃশ্য এবং একটি শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। মাত্র ৫০ টি পরিবার এখানে একসাথে মিলেমিশে বাস করে। চোখ খুললেই সকালে দেখতে পাবেন বরফ জোড়া পর্বতশৃঙ্গ। সব বাড়ির সামনে জমিতে গাজর, বিন, মটরশুঁটি, আলু আর কপির চাষ হয়।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! প্রিয়জনের সাথে ছুটিতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

পাইনগাছের গভীর জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রজাতির পাখির ডাক যেমন শুনতে পারবেন ঠিক তেমনই ভাল্লুক, রেড পান্ডার আনাগোনা আছে। হোমস্টে গুলোতে কিন্তু আপনি চাইলে বাঙালি খাবারও খেতে পারবেন। এই গ্রাম থেকে সকালে সূর্যোদয় দেখতে খারাপ লাগবে না। সান্দাকফুর ট্রেকিং অনেকে এই ধোত্রে থেকেই শুরু করেন। তবে ট্রেক না করলেও শুধুমাত্র আপনি এই গ্রাম উপভোগ করার জন্য যেতে পারেন প্রিয় মানুষটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে।