ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! এবারের ছুটিতে ঘুরে আসুন দুর্দান্ত এই সমুদ্র থেকে

ভারতে কেরালা রাজ্য ঘুরতে যেতে চান বহু মানুষ। ভারতের উত্তর যেমন ভূ-স্বর্গ তেমনই ঠিক দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্যানভাসে আঁকা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কেরালার একদিনের জন্য ভ্রমণের বিখ্যাত একটি সমুদ্র সৈকত। কেরালা ঘুরতে গিয়ে একটা দিন আপনি সেখানে কাটাতেই পারেন মনের আনন্দে।
কিভাবে যাবেন – হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে কোচি। সেই জেলারই অন্যতম জায়গা চেরাই সমুদ্র সৈকত। কোচি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানে যেতে হলে কোচিন বিমান বন্দর হয়ে ২০ কিলোমিটার দূরে গাড়ি ভাড়া করে যাবেন।
কোথায় থাকবেন – এই সৈকতের পাশে হোটেল আছে। তবে চেরাই সমুদ্র সৈকতে একদিনের জন্যই ঘুরতে যায় বেশিরভাগ মানুষ। আপনি চাইলে অন্য জায়গায় থাকতেই পারেন। সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন।
কি কি দেখবেন –
- সমুদ্র সৈকতটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যেখানে সম্পূর্ণ সাদা বালির ছড়াছড়ি। চাইলে আপনি সৈকত দিয়ে লম্বা একটা হাঁটা দিতে পারেন।
- নীল জলে সকলেই সাঁতার কাটেন। জল যেমন পরিষ্কার তেমনই জোয়ার বেশির ভাগই কম এবং ঢেউ মৃদু।
- এখান থেকে বোট ভাড়া করে যেতে পারবেন ঘন ঘন ডলফিন দেখতে।
- সমুদ্র সৈকতে প্যারাগ্লাইডিং করতে পারবেন যা অধিকাংশ মানুষের পছন্দের ওয়াটার স্পোর্টস।
কখন যাবেন – এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া থাকে মৃদু ও ঘোরার জন্য দুর্দান্ত।
খরচ – কেরালা সহ চেরাই সমুদ্র সৈকত ঘুরতে প্রায় ১৫,০০০-২০,০০০ টাকা মতো মাথা পিছু খরচ হতে পারে।