Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! আজই টিকিট কেটে ঘুরে আসুন কাছের এই ‘মিনি তিব্বত’ থেকে

Advertisement
Advertisements

পাহাড়-জঙ্গল-নদী প্রকৃতির এই তিনটি জিনিস যদি কোনো এক স্থানে দেখা যায় তাহলে আর কিছু দরকার হয় না। যদিও ভ্রমণ পিপাসুদের কাছে এই ধরণের স্থানের গুরুত্ব অপরিসীম। এবছর ক্যালেন্ডারে বেশ কিছু ছুটি আছে কিন্তু বাড়ি বসে না বরং ছত্তিশগড় রাজ্যের বিশেষ কিছু স্থান থেকে ঢু মেতে আসতে পারেন পরিবার নিয়ে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! আজই টিকিট কেটে ঘুরে আসুন কাছের এই ‘মিনি তিব্বত’ থেকে

এই রাজ্যের চারদিকে সবুজে সবুজ। উঁচু পাহাড় আছে তেমনই আছে ঘন জঙ্গল যার ফলে গ্রীষ্মকালেও এখানকার আবহাওয়া মনোরম থাকে। তাহলে এবার ছুটিতে তিব্বতের স্বাদ নিতে ঘুরে আসুন ছত্তিশগড়ের এই তিব্বত থেকে। শহর থেকে অল্প দূরেই ছত্তিশগড়েই রয়েছে দুর্দান্ত শৈলশহর ‘মাইনপাট’। এই শহরটিকেই বলা হয় ছত্তিশগড়ের তিব্বত।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! আজই টিকিট কেটে ঘুরে আসুন কাছের এই ‘মিনি তিব্বত’ থেকে

রাজ্যের রাজধানী বিলাসপুর থেকে সূর্যগড় প্রায় আড়াইশো কিলোমিটার দূরত্বে ছোট্টো শৈলশহর মাইনপাট। উঁচু পাহাড়, ঘন জঙ্গল সঙ্গে তুষারপাত যা আপনার মন মুগ্ধ করতে বাধ্য। টাইগার পয়েন্ট, যা মাইনপাটের দুর্দান্ত একটি জায়গা। মাইনপাট থেকে মাত্র আট কিলোমিটার দূরে মেহতা পয়েন্ট নামে একটি ভিউ পয়েন্ট।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! আজই টিকিট কেটে ঘুরে আসুন কাছের এই ‘মিনি তিব্বত’ থেকে

জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবীর মন্দির, বাম্বলেশ্বরী মন্দির খুবই জনপ্রিয়। সমুদ্রপৃষ্ট থেকে ৩৫৬০ ফুট উঁচুতে অবস্থিত মাইনপাট সারাবছর বেশ ঠান্ডা থাকে। সপ্তাহান্তের তিনটে দিন এখানে কাটাতে কিন্তু একদমই খারাপ লাগবে না আপনার। তবে ফোনের ক্যামেরায় সেই ভ্রমণের টুকরো টুকরো চিত্র বন্দী করে রাখতে ভুলবেন না। কে জানে বাড়ি ফিরে এসে আপনার মন বারংবার সেই অজানা প্রকৃতিতে ফিরে যেতে চায় হয়তো।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! আজই টিকিট কেটে ঘুরে আসুন কাছের এই ‘মিনি তিব্বত’ থেকে