Offbeat

একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement
Advertisements

Weekend Trip to Chandipur: পরীক্ষা শেষ করে বন্ধুবান্ধবরা তো সব ভিন রাজ্য থেকে ঘুরে আসলো। তবে অনেকেরই মা-বাবার সময় না হবার জন্য সেই মজার ছুটি কার্যত বাড়ি বসেই কেটেছে। তবে এবার কিন্তু যেতেই হবে। আর যাবে যখন সবার থেকে আলাদা ও ভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা না করলেই নয়। ‘চাঁদিফাটা রোদ্দুরে চাঁদিপুরে’ – গেলে কেমন হয়। নিছকই মজার স্বরে বলা এই কথা। তবুও এবারের গন্তব্য কিন্তু হতেই পারে ওড়িষ্যা রাজ্যের ‘চাঁদিপুর সমুদ্র সৈকত’।

একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

চাঁদিপুর কিভাবে যাবেন (How To Travel Chandipur) : হাওড়া স্টেশন থেকে আপনাকে পৌঁছাতে হবে বালেশ্বর। স্টেশন থেকে অটোভাড়া করে যেতে হবে চাঁদিপুর বিচ। কলকাতা থেকে আপনার গন্তব্য স্থলে পৌঁছাতে ৬ ঘন্টা মতো সময় লাগবে।

একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

থাকা (Stay): একের পর এক হোটেল রয়েছে বীচের ধারেই। ফাইভ স্টার থেকে সাধারণ হোটেল সব কিছুই পেয়ে যাবেন। তবে একটু দরদাম করে নেবেন। উড়িষ্যা পর্যটন দফতরের একখানা অথিতিনিবাস সমুদ্রের ধারেই আছে। খুবই অল্প টাকায় সেখানে থাকতে পারেন। তবে সারা বছর সেখানে ভিড় লেগেই থাকে।

একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

কি কি করবেন (Things To Do) : চাঁদিপুর থেকে ঘণ্টাখানেকের দূরত্বেই বেশ কিছু ঘোরার জায়গা আছে। সিমলিপালের জঙ্গল অন্যতম একটি ঘোরার জায়গা। পুরনো রাজপ্রাসাদ, হাতির জন্য সংরক্ষিত জঙ্গল, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এসব কিছু দেখতে পারেন।

একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

তিনশো সিঁড়ি পেরিয়ে পাহাড়ের গাঁ বেয়ে উঠতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। শারীরিক সমস্যার কারণে অনেকেই সেখানে উঠতে পারেন না। চাঁদিপুরে রাস্তার ধারে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছের সারি দেখতে পাবেন। সমুদ্রে সম্পূর্ণ আপন ইচ্ছায় স্নান করতে পারবেন। রাতের বেলার বীচের পাশ দিয়ে সার দিয়ে হস্তশিল্পের দোকান, মাছ ভাজা, চটপটি থেকে শুরু করে নানারকম জিনিস নিয়ে সেখানকার মানুষ সামিল হন।

একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

ভ্রমণের খরচ (Trip Cost) : এই ভ্রমণে মাথাপিছু ৫০০০ টাকা মতো খরচ পরবে। ওড়িষ্যা তুলনামূলক একটু দামি জায়গা। তার কারণ হিসাবে বললে বলা যায় পুরোটাই পর্যটক কেন্দ্রিক সেই কারণে। তবে আপনি নিজের মতো সেই ভ্রমণের খরচ কমাতে পারেন।