Travel : খরচ হবে নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Bomdila’ থেকে, গেলেই পরে যাবেন প্রেমে

ভ্যাকেশন ডেস্টিনেশনের কথা বললে বাঙালিদের প্রথমেই মাথায় আসে দীঘা কিংবা পুরীর কথা। যদিও আমাদের দেশে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডেসটিনেশন রয়েছে। যে সমস্ত জায়গার প্রাকৃতিক পরিবেশ দেখলে খুব সহজেই মন জুড়িয়ে যাবে আপনাদের। আজকের এই প্রতিবেদনে রইল তেমনই একটি হিল স্টেশনের সন্ধান। যার নাম বমডিলা।
Location : বমডিলা অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ সহজেই দূর করে দেবে ক্লান্তি। রাস্তার ধারে ধারে দেখা পাওয়া যাবে নাম জানা-অজানা বহু প্রজাতির অর্কিড আর বুনো কলা গাছের। অতিকায় বাঁশ গাছ আর রাক্ষুসে ফার্ন আপনাকে স্বাগত জানাবে। মাঝেমধ্যেই দেখা পাওয়া যাবে কুয়াশায় ঢাকা পথ। সবুজ প্রকৃতি আর আদিম সৌন্দর্য সকলকেই করে দেবে মুগ্ধ। যাওয়ার পথেই পেয়ে যাবেন নাক মন্দির এবং রুপা ভ্যালি। পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির মাঝে যদি নিজেকে হঠাৎ করেই হারিয়ে ফেলতে চান তাহলে যেতেই হবে বমডিলা। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500 ফুট উচ্চতায় অবস্থিত অরুনাচল প্রদেশের এই শহর। পরিষ্কার এবং সুন্দর ভাবে সাজানো। পর্যটকদের কাছে এই জায়গা পরিচিত মেঘের স্বর্গরাজ্য নামে। তাই মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে হলে যেতেই হবে বমডিলায়।
How To Reach : বমডিলার নিজস্ব কোনো বিমানবন্দর না থাকায় নিকটতম বিমানবন্দর তেজপুর পর্যন্ত যেতে হবে। এখান থেকে গাড়ি করে সহজেই পৌঁছে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যস্থলে। দূরত্ব 150 কিলোমিটার।
Best Time For Visit : বছরের যে কোনো সময় ঘুরতে যাওয়া যেতে পারে বমডিলা। তবে যারা গ্রীষ্মকালে ঘুরতে যেতে চান তাদের জন্য সেরা সময় মার্চ মাস থেকে জুন মাস। আবার বর্ষাকালের জন্য সেরা সময় জুলাই থেকে সেপ্টেম্বর। শীতকালে যারা ঘুরতে যেতে চান তাদের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি।