Offbeat
Travel : খরচ নামমাত্র! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Yarada Beach’ থেকে, চাঙ্গা হবে শরীর ও মন

করমণ্ডল উপকূলের উল্লেখযোগ্য এক বন্দরনগরী বিশাখাপত্তনম। অবশ্য পথচলতি মানুষে আদুরে নাম ‘ভাইজ্যাগ’। ছিমছাম শহর, ঝকঝকে রাস্তাঘাট আর তার মাঝেই দুর্দান্ত কিছু ভ্রমণ স্থান। সব মিলিয়ে এই স্থানের ভাগ হবে না অন্য কোনো স্থানের সাথে। বছরের পর বছর বিশাখাপত্তনম যেন নিজের মতোই এক মাধুর্য ধরে রয়েছে। তেমনই আজ সেখানকার ইয়ারাডা সমুদ্র সৈকত সম্পর্কে আপনাদের জানাবো।
- Location : একদিকে পূর্বঘাট পর্বতমালার বৈভব, অন্যদিকে ঢেউ ভাঙা সমুদ্রের সৌন্দর্যr মাঝেই তৈরী হয়েছে ইয়ারাডা সমুদ্র সৈকত।
- How To Travel : ট্রেনে বিশাখাপত্তনম স্টেশন থেকে সহজেই পৌঁছে যেতে পারবেন এই স্থানে। মাত্র ১৫ কিমি পথ যা আপনি অনায়েসেই যেতে পারবেন। বিমানে বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেতে পারবেন।
- Things To Do :
- এই সৈকতে সাঁতার কাটতে যাবেন না। উঁচু ঢেউ থাকে যার ফলে বিপদ হতে পারে।
- ডলফিন হিল যা সেখানকার বিখ্যাত পাহাড় তার উপরে উঠতে পারেন। সমুদ্রের হাওয়া আপনাকে উড়িয়ে নিয়ে যেতে প্রস্তুত।
- ১৮৬৭ সালে তৈরী রস হিল চার্চ ঘুরে আসতে পারেন। অবশ্যই তা আপনাকে মনের শান্তি খুঁজে দেবে।
- INS সাবমেরিন মিউজিয়াম, ন্যাশনাল পার্ক, ভুদা পার্ক এসব জায়গা গুলি ঘুরে দেখতে পারেন।
- সেখানে বোট ভাড়া পাওয়া যায় যা আপনার পছন্দের একটা জিনিস হতে পারে।
- Time To Visit : নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আপনি সেখানে যেতে পারেন।
- Tour Cost : ১০,০০০ টাকার মধ্যে আপনি সেই জায়গা অনায়েসেই ঘুরে নিতে পারবেন।