Offbeat

ভ্যাপসা গরমে পাবেন স্বর্গ সুখ! দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত সমুদ্র থেকে

ভারতের কেরালা রাজ্য ভ্রমণের জন্য অন্যতম। পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মালভূমি কার্যত সবকিছুই আছে সেখানে। কেরালাকে এমনিতেই গডস অফ কান্ট্রি বা ঈশ্বরের নিজের দেশ বলা হয়ে থাকে। এই রাজ্যের সৌন্দর্য বাকি সমস্ত রাজ্যের তুলনায় আলাদা। তাই তো আবারো সেই রাজ্যের বিখ্যাত একটি সমুদ্র সৈকতের খোঁজ নিয়ে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে।

Sea Beach: ​বীরানপুঝা সমুদ্র সৈকত, কেরালা

Location: বীরানপুঝা ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের একটি হ্রদ। এটি ভেম্বানাদ হ্রদের উত্তরে নীল জল এবং সোনালি বালুকাময় সৈকত সহ সবুজ সবুজ গাছপালা দিয়ে তৈরী হয়েছে।

How To Reach Beach From Kolkata : কোচিনের এর্নাকুলাম জংশন থেকে এই সৈকতে যেতে পারবেন। বিমানে যেতে চাইলে সেটাও সম্ভব। নিকটতম বিমানবন্দর হল কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ২০ কিলোমিটার ট্যাক্সি কিংবা ক্যাব ভাড়া করে যেতে হবে।

Hotel and Meal : সৈকতের পারেই বহু হোটেল গড়ে উঠেছে। ৩ স্টার থেকে ৫ স্টার সব রকমের হোটেল সেখানে পেয়ে যাবেন। সিজনে গেলে একটু দাম বেশি হবে। অনলাইনে বুক করলে তুলনায় একটু সস্তা পাবেন।

Things To Do In Veeranpuzha Beach :

  • আপনার ভ্রমণ সবচেয়ে আকর্ষণীয় করতে সূর্যোদয় ও সূর্যাস্তের আগে ​বীরানপুঝা সমুদ্র সৈকতে চলে যাবেন।
  • নীল জল যার ফলে খুব সুন্দর ও সেখানে সময় নিয়ে স্নান করতে পারবেন।
  • ২৪ কিমি লম্বা ও ২.৫ কিমি চওড়া এই সৈকত আপনি ঘুরতে পারবেন পায়ে হেঁটে।
  • বোটিং ট্যুর করতে পারবেন যা সত্যি অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ।
  • গ্রামীণ পরিবেশ ও সাধারণ প্রাকৃতিক সিন্ সিনারি আপনাকে মুগ্ধ করে তুলবে।
  • বীরানপুঝার কাছাকাছি গ্রামের জন্য একটি লাইফলাইন হিসাবে মাছ ধরার স্বর্গ। আশেপাশের গ্রামের জেলেরা এখানে কাজ করে জীবিকা নির্বাহ করে।

Best Time To Travel: ভারতের দক্ষিনে ভ্রমনের সেরা সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। তাই এই ভ্রমনেও সেই সময়টা বজায় থাকবে।

Trip Cost : কেরলের এই বিশেষ জায়গা ঘুরতে খুব বেশি ১০,০০০ টাকা মতো খরচ হবার সম্ভবনা আছে।