একঘেয়ে দীঘা-পুরীকে জানান বিদায়! নামমাত্র খরচে ঘুরে আসুন কাছের এই ‘Ullal Beach’ থেকে, চাঙ্গা হবে শরীর ও মন

ছুটি কাটাতে কর্ণাটক রাজ্য যান বহু মানুষ। রাজ্যটির অবস্থান যেমন সুন্দর ঠিক তেমন সুন্দর সেখানকার পরিবেশ ও মানুষ। সপরিবার কিংবা একা বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা কর্নাটকের বিভিন্ন সমুদ্র সৈকত গুলি। কিন্তু কোথায় যাবেন? ম্যাঙ্গালোর শহরের খুব কাছেই বিখ্যাত একটি সমুদ্র সৈকত আছে। যাবেন নাকি সেখানে একবার আমাদের কলমের মাধ্যমে ঢু মারতে। মূলত যেমন সুন্দর এই সৈকত তেমনই দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য। যার টানে দূরদুরন্ত থেকে ছুটে আসে সাধারণ মানুষ। এবার সেই জায়গায় সম্পর্কে আপনাদের একটু জানানো যাক।
Location : উল্লাল সমুদ্র সৈকত ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
How To Reach : হাওড়া থেকে ম্যাঙ্গালোর শহরের ট্রেন অথবা ফ্লাইটের মাধ্যমে ম্যাঙ্গালোর নামতে হবে। ম্যাঙ্গালোর থেকে মাত্র ২১ কিলোমিটার মতো দূরত্ব আছে এই সৈকতের। এই সমুদ্র সৈকতের নিকটতম বিমানবন্দর হলো ম্যাঙ্গালোর বিমানবন্দর। তবে আপনি চাইলে স্টেশন কিংবা বিমানবন্দর থেকে প্রাইভেট ট্যাক্সিতে অথবা অল্প খরচের জন্য সরকারি বাসে যেতে পারেন।
Best Hotels : সেখানে ছোট কিছু থাকার জায়গা আছে। বেশিরভাগ মানুষ একবেলার জন্যই সেখানে ঘুরতে যায়। তাই রাত কাটানোর জন্য সেরম বিশেষ ব্যবস্থা নেই। তাই নিজের যেমন বাজেট হবে সেই বাজেট অনুযায়ী খুব ভালো হোটেল পেয়ে যাবেন।
Things To Do :
- এই সৈকত পর্যটকদের মনোরম সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মুখোমুখি হওয়ার সুযোগ দেয়।
- উল্লাল সৈকত এর নামটি পাশেই উল্লাল টাউনের সাথে সংযোগ রেখে রাখা হয়েছে তাই পায়ে পায়ে উল্লাল টাউন ঘুরতে ভুলবেন না।
- সাদা বালি বিশিষ্ট এই সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখবেন। এই সৈকতের জল নীল হয় যার ফলে স্নান করার মজাই আলাদা।
- কলা বোট, জেট স্কি, বোট রাইড এগুলি উপভোগ করতে পারেন। অনেকটা গভীর সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে যেখানে বিভিন্ন ধরণের সামুদ্রিক প্রাণী দেখতে পারেন।
- আশেপাশের রেস্তোরাঁগুলি সমুদ্র থেকে ধরা মাছ দিয়ে সুস্বাদু খাবার রান্না করে। তাজা খাবারের সাথে মিলিত দক্ষিণের খাঁটি গন্ধ যেন আপনাকে পাগল করতে বাধ্য।
Best Time To Visit : নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই স্থান ভ্রমণের সবথেকে ভালো সময়।
Tour Cost : ১০,০০০ টাকার মধ্যে আপনি কর্ণাটক রাজ্যের উল্লাল সমুদ্র সৈকত ঘুরতে পারবেন।