ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই সী বীচ থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

সপ্তাহের শেষে দুই দিনের ছুটি পেলে ধারে কাছে কোথাও ঘুরতে যাওয়া যায়। অনায়েসেই চলে যেতে পারেন দীঘা কিংবা মন্দারমণি সমুদ্র সৈকতে। তবে না সেই এক ঘেঁয়ে জায়গায় যেতে কার ভালোলাগে বলুন তো! তাই এবারে আপনাদের গন্তব্য হোক চাঁদপুর বিচ। এখানে এখন দিঘার মতো ভিড় হয় না সেই কারণে একান্তে দুজনে সময় কাটাতে পারবেন। কম খরচে আপনি চলে যেতে পারবেন এই স্থানে। তাই আজ আপনাদের এই জায়গার ব্যাপারে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানাবো।
কিভাবে যাবেন – কলকাতা থেকে দীঘা চলে যান। সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান চাঁদপুর বিচ। আবার কলকাতা থেকে ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে কাঁথি আসতে হবে। সেখান থেকে গাড়িতে করে চাঁদপুর পৌঁছাতে পারেন। বাসে করেও রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আসতে পারবেন।
কোথায় থাকবেন – এখানে বড়ো হোটেল গোড়ে ওঠেনি। ছোট হোটেল ও পশ্চিমবঙ্গ সরকারের হোম স্টে আছে। আপনি চাইলে সেখানেই থাকতে পারবেন। এই স্থানে মধুচন্দ্রিমায় গেলে আগে থেকে বলে রাখলে আপনি ‘হানিমুন সুইট’ বুক করতে পারবেন।
কি কি দেখবেন – প্রথমেই সমুদ্রে মনের মতো করে স্নান করে নেবেন। সমুদ্রের পারে ঝাউ বনের মাঝে সময় কাটাতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি চাঁদপুরে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। তাই দিনে ও রাতে বিভিন্ন রকমের মাছ খেতে পিছু হটবেন না। লাল কাঁকড়ার বাহারি খাবার চেখে দেখতে ভুলবেন না।
এই জায়গা থেকেই আপনি দিঘা, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমণি চলে যেতে পারবেন। তাজপুর ও শঙ্করপুরের মাঝখানে এই চাঁদপুর অবস্থান করছে। দুদিনের নিরিবিলি এই সফর শেষ হয়ে গেলেও এর রেশ কিন্তু কাটতে চাইবে না।
খরচ – এই ট্রিপেও দিঘার মতোই খরচ হবে। মেরেকেটে ৩০০০ টাকার মধ্যে মাথাপিছু হয়ে যাবে।