Offbeat

Travel : একঘেয়ে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই ‘Radhanagar Beach’ থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

এই প্রবল গরমেও কিন্তু বেশ কিছু বিবাহ সম্পন্ন হচ্ছে। যে কারণে মধুচন্দ্রিমায় যাওয়ার ধুম তো লেগেই আছে। তবে তার আগে সঠিক বাজেট ও অফবিট মধুচন্দ্রিমার জায়গা খুঁজে বের করতে হবে। একটু বাজেট বেশি হলেই দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেওয়া যেতে পারে। নীল জলের সাথেই দুর্দান্ত পাহাড়ের গায়ে কাটবে আপনার মধুচন্দ্রিমা। কিন্তু এমন জায়গা কি দেশের মধ্যে আদেও আছে? উত্তর কিন্তু হবে অবশ্যই আছে। আন্দামানের হ্যাভলক দ্বীপের রাধানগর সমুদ্র সৈকত।

Location: প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশ মিলে চারপাশে আটটি ছোট দ্বীপের সমন্বয়ে তৈরী হয়েছে হ্যাভলক দ্বীপ। আর তার মধ্যেই আছে এই রাধানগর সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের নীল জলের বুকে হারিয়ে যাওয়ার আদর্শ ঠিকানা এই হ্যাভলক দ্বীপ।

How To Travel : কলকাতা থেকে আন্দামান যেতে হলে আপনাকে বিমানে অথবা জাহাজে যেতে হবে। বিমানে কলকাতা থেকে দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন আন্দামান। পোর্টব্লেয়ার বিমানবন্দর থেকে ফিনিক্স বে জেটিঘাট যাবেন। সেখান থেকে ছাড়ে হ্যাভলক আইল্যান্ডে যাওয়ার সরকারি লঞ্চ। আমাদের কলকাতার মতো নয় বরং সেখানকার লঞ্চ গুলো কিন্তু আধুনিক ও সম্পূর্ণ প্রযুক্তিতে ভরা। আবার তামিলনাড়ু থেকে আন্দামান যাওয়ার জাহাজ ছাড়ে। দুই দিনের মতো সময় লাগে। তাই আপনি জাহাজের মাধ্যমেও যেতে পারেন।

Hotel and Stay: আন্দামানে সরকারি-বেসরকারি বিভিন্ন মানের হোটেল রয়েছে। তবে হ্যাঁ এখানে দাম ভিন্ন হবে। আপনি নিজের বাজেটের মধ্যে হোটেল আগে থেকে বুক করে নেবেন। মধুচন্দ্রিমার জন্য হানিমুন সুইট বুক করতে পারেন।।।

Things To Do:

  1. প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক-এর নামানুসারেই এই দ্বীপের নাম নাম হয়েছে ‘হ্যাভলক দ্বীপ’।
  2. এই দ্বীপের সবথেকে বড়ো বিচ ‘রাধানগর বিচ’। তাই বছরের বেশিরভাগ সময় এখানে ভিড় লেগে থাকে। এখানকার বিখ্যাত স্কুবা ডাইভিং করতে মিস করবেন না।
  3. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য রাধানগর বিচ বিখ্যাত। সন্ধ্যা নামলেই সেখানের নাইট ক্লাব গুলোতে পার্টি শুরু হয়ে যায়।n
  4. সেই বিচে প্রচুর হাতি আছে যা লোকাল মানুষেরাই নিয়ে ঘুরে বেড়ান। দেখতে যদিও খুবই ভালো লাগবে তবে একটু সতর্ক থাকা ভালো।

Best Time To Visit: রাধানগর সৈকত ভ্রমণের আদর্শ সময় হলো শীতকাল। গরমের সময়ে সেই জায়গায় না যাওয়াই ভালো।

Trip Cost: আন্দামান বেশ দামি জায়গা। তাই সেখানে যেতে হলে আপনার ১২,০০০-১৫,০০০ টাকা বাজেট ধরেই এগোতে হবে।