ভুলে যাবেন দীঘা পুরীর সৌন্দর্য! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন এই জায়গা থেকে, পড়ে যাবেন প্রেমে

একদিন কিংবা দুদিন হাতে থাকলে কিন্তু পাহাড় ঘুরে আসাই যায়। বড়ো কোনো ট্যুর না হলেও ছোট ট্যুর আপনি করতে পারবেন। শিলিগুড়ি (Siliguri) যাবেন নাকি? প্রতিবার এই শহরের উপর দিয়ে অন্য জায়গায় ঘুরতে যান। তবে জানেন কি এই শহরেও নেহাত কম ঘোরার জায়গা নেই। আপনাদের কিন্তু আজ সেগুলি জানাতেই হাজির হয়েছি এই প্রতিবেদনে।
অবস্থান – শিলিগুড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও জলপাইগুড়ি উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর। “উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার” হিসাবেও বিশেষ পরিচিত। মহানন্দা নদীর তীরে এই শহরটি তৈরী হয়েছে।
কিভাবে যাবেন – কলকাতা থেজে একাধিক ট্রেন শিলিগুড়ি যায়। তা নাহলে নিউ জলপাইগুড়ি নেমেও আপনারা সহজে শিলিগুড়ি যেতে পারেন। বিমানে সবথেকে কাছের বিমানবন্দর বাগডোগরা। আপনারা সেখানে নেমে আবার শিলিগুড়ি আসতে পারবেন। তাছারাও কলকাতা থেকে একাধিক বাস প্রতিদিন শিলিগুড়ি যায়। তার মাধ্যমে আপনারা যেতে পারেন।
কি কি দেখবেন সেখানে – শিলিগুড়ি থেকে গ্যাংটক বা কালিম্পং যাওয়ার পথে সেবকে অবস্থিত সেবকেশ্বরী কালী মন্দির। পাহাড়ের গায়ে খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হবে। একদিকে তিস্তা নদী ও একদিকে পাহাড়। মন্দিরের অবস্থানে কার্যত চোখ ফেরানো দায়।
ব্রিটিশদের তৈরি তিস্তার উপর ঝুলন্ত সেতু দেখতে ভুলবেন না। দার্জিলিং পাহাড়ের সঙ্গে ডুয়ার্সকে যুক্ত করেছে। সেবকেশ্বরী কালীমন্দির থেকে ৫০০ মিটার এগোলেই এই সেতু দেখতে পাবেন।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক খুবই বিখ্যাত। রয়্যাল বেঙ্গল-টাইগার, ভালুক, লেপার্ড, হাজার রকমের পাখি, হরিণ, বাঁদর, গণ্ডার থেকে শুরু করে হাজার রকম প্রাণী সবকিছুই আছে। ঢোকার মুখে নির্দিষ্ট টিকিট কাটতে হবে।
সেবক রোডের ধরেই ইসকন মন্দিরে যেতে পারেন। দুপুরে গেলে ভোগ খাবার সৌভাগ্য হবে। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখতে পাবেন।
তাছাড়াও সূর্য সেন পার্ক, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক ও শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট ঘুরতে ভুলবেন না যেন। শিলিগুড়ি জংশন থেকে রংটংয়ে টয় ট্রেনে করে ঘুরে আসতে পারেন। ফিরে আসার সময় জগৎ বিখ্যাত দার্জিলিং চা অবশ্যই আনবেন।
খরচ – মাথাপিছু শিলিগুড়ি ঘুরতে খুববেশি ৫০০০ টাকা মতো খরচ হবে। বাঙালি খাবার ও ভালো হোটেল সেখানে অনায়েসেই পেয়ে যাবেন। তাই আর চিন্তা কি! হাতে দিন দুয়েকের সময় থাকলেই টক করে ঘুরে আসুন শিলিগুড়ি থেকে।