Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! একদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আছে শতাধিক ঘোরার জায়গা। সপ্তাহ শেষে গাড়িতে বা বাসে একটা দিনের জন্য পরিবার নিয়ে ছুটি কাটিয়ে আসতেই পারেন। একদিনের পিকনিক করতেও অনেকেই সেখানে যান। বকখালি, সুন্দরবন, মৌসুনি দ্বীপ এসব জায়গার নাম তো আপনারা আগেই শুনেছেন। কিন্তু আপনারা কি জানেন পিয়ালী দ্বীপের কথা। নিশ্চয়ই এই অফবিট জায়গার নাম শোনেননি আপনারা। তাহলে চলুন এই জায়গাই হোক আজ আমাদের প্রতিবেদনের বিশেষ স্থান।

জায়গার নাম – পিয়ালী দ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা।

অবস্থান – পিয়ালী দ্বীপ কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। বারুইপুর-গোচরণ-ধোসা তার পরেই এই পিয়ালী দ্বীপের অবস্থান।

কিভাবে যাবেন – পিয়ালী দ্বীপের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো লক্ষীকান্তপুর স্টেশন। সেখান থেকেই গাড়ি নিয়ে আপনি পিয়ালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। কলকাতা থেকে বাসে গেলেও সোজা আপনি চলে যাবেন পিয়ালী দ্বীপের কাছে।

কোথায় থাকবেন – আপনাদের জানিয়ে রাখি পিয়ালী দ্বীপে মানুষ একদিন ছুটি কাটাতে কিংবা পিকনিক করতে যায়। তাই সেখানে কোনো হোটেল গড়ে ওঠেনি। তবে দু একটি ছোট্ট লজ আছে।

কি কি দেখবেন –

  • সম্পূর্ণ বন জঙ্গলে ঘেরা এই পিয়ালী দ্বীপ। পশ্চিমবঙ্গ সরকার এই স্থানকে পর্যটনের দিক থেকে উন্নত করতে চেয়েছে। পিয়ালী ও মাতলা নদী এই স্থানে এসে এক জায়গায় মিলিত হয়েছে।
  • আপনাকে সম্পূর্ণ এই জায়গা সমুদ্রের উপর দাঁড়িয়ে স্টিমারে করেই দেখতে হবে। মাতলা নদীতে স্টিমার চলাচল করে থাকে। পিয়ালী দ্বীপে শীতকালে কয়েক হাজার পরিযায়ী পাখি আসে। যে কারণে বিভিন্ন দেশের ফটোগ্রাফাররা সেখানে ভিড় জমান।
  • সকালে সূর্য ওঠা ও বিকালে সূর্যাস্ত দেখলে আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আপনার। সেখান থেকে সজনেখালি, সুধন্যাখালি এই জায়গা গুলি ঘুরে নিতে পারবেন। অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই স্থান ভ্রমণ করার আদর্শ জায়গা।

খরচ – দক্ষিণ চব্বিশ পরগনাতে ঘুরতে হলে খরচ হবে নাম মাত্র। ২৫০০ হাজার টাকার মধ্যে অনায়েসেই আপনি এই জায়গায় ঘুরে নিতে পারেন।