ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ভ্যাপসা গরমে স্বর্গ সুখ পেতে ঘুরে আসুন দুর্দান্ত এই সমুদ্র থেকে

ভারতে দক্ষিনের রাজ্য গুলি ঘুরতে ইচ্ছা হয় অনেকের। তবে সঠিক তথ্য ও উপযুক্ত প্রতিবেদন না পরে কেউ যেতে চান না। আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি দক্ষিনের না দেখা ও অজানা সমস্ত ভ্রমণ স্থান। আজকে আবারো একটি দুর্দান্ত স্থান নিয়ে হাজির হয়েছি। ভারতের উত্তর যেমন ভূ-স্বর্গ ঠিক দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্যানভাসে আঁকা। কেরালার একদিনের জন্য ভ্রমণের বিখ্যাত একটি সমুদ্র সৈকত Njarackal Arattuvazhi। কেরালা ঘুরতে গিয়ে একটা দিন আপনি সেখানে কাটাতেই পারেন মনের আনন্দে।
কিভাবে যাবেন – হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে কোচি। চেরাই সমুদ্র সৈকতের ঠিক পাশেই অবস্থিত Njarackal Arattuvazhi। কোচি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানে যেতে হলে কোচিন বিমান বন্দর হয়ে ২০ কিলোমিটার দূরে গাড়ি ভাড়া করে যাবেন।
কোথায় থাকবেন – এই সৈকতের পাশে হোটেল আছে। তবে একদিনের জন্যই ঘুরতে যায় বেশিরভাগ মানুষ। আপনি চাইলে অন্য জায়গায় থাকতেই পারেন। ভাইপিন দ্বীপের অন্যতম স্থান এই সৈকত। আর ভাইপিন দ্বীপে থাকার কোনো সমস্যা নেই তাতো জানেন। সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন।
কি কি দেখবেন –
- সমুদ্র সৈকতটি কালো বোল্ডার পাথর দিয়ে ঢাকা। তাই এখানে আপনি স্নান করতে পারবেন না।
- প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যা সম্পূর্ণ সাদা বালির ছড়াছড়ি। চাইলে আপনি সৈকত দিয়ে লম্বা একটা হাঁটা দিতে পারেন।
- বিভিন্ন লোকাল মানুষ বলেন বৃষ্টি হলে আপনি সৈকতে দাঁড়িয়ে ডলফিনের পাল দেখতে পাবেন। একমাত্র সেই জায়গাতেই এমন মায়াবী দৃশ্য দেখা যায়।
- সন্ধ্যা ৬ টার পরে মেলা ও দোকানপাট খুলে যায় সৈকতের আশেপাশে। তাই সেই সময়ে ভিড় বেড়ে যায়।
- এই সমুদ্র সৈকত খুব পরিষ্কার ও পরিবেশের সম্পূর্ণ খেয়াল রাখে। তাই বাইরে থেকে ভ্রমনে গেলে এই স্থান কোনোভাবেই অপরিষ্কার করবেন না।
কখন যাবেন – এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া থাকে মৃদু ও ঘোরার জন্য দুর্দান্ত। তবে ডলফিন দেখার নেশা থাকলে বর্ষা কালে যেতে পারেন।
খরচ – এই সমুদ্র সৈকত সহ ভাইপিন দ্বীপ ও অন্যান্য স্থান ঘুরতে প্রায় ১৫,০০০ টাকা মতো মাথা পিছু খরচ হতে পারে।