Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

Advertisement

গরমে একমাত্র স্বস্তি পাওয়া যায় পাহাড় ভ্রমণের মধ্যে দিয়। নিশ্চয়ই ভারতের হেরিটেজ ভিলেজ গুলির নাম শুনেছেন। ছোট অথচ অপরূপ সুন্দর এই ভিলেজ গুলিতে ঘুরতে যাওয়া কিন্তু বিশেষ আনন্দের। একটু অফবিট কিন্তু প্রকৃতির মাঝে তেমনই একটি হেরিটেজ ভিলেজ হলো লাচেন। দিন কয়েকের ছুটি ম্যানেজ করতে পারলে অনায়েসেই এখানে ঘুরতে যেতে পারবেন।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

অবস্থান – ভারতের সিকিম রাজ্যের পাহাড়ি একটি গ্রাম হলো লাচেন। শুধু তাই নয় ভারতের ছত্রিশটি হেরিটেজ ভিলেজের মধ্যে অন্যতম একটি লাচেন।

কিভাবে যাবেন – শিয়ালদাহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হবে। আপনি চাইলে বাগডোগড়া বিমানবন্দর থেকেও যেতে পারেন। দুটি ক্ষেত্রেই গাড়ি ভাড়া করে লাচেন যাওয়া যায়। শেয়ার গাড়ি নিলে কম খরচ পড়বে। তবে বেশিরভাগ যাত্রী স্টেশন বা বিমানবন্দর থেকে গাড়িতে প্রথমে গ্যাংটকে আসেন। সেখান থেকে পরের দিন লাচেন যান।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

কোথায় থাকবেন ও খাবেন – লাচেনে ছোট ছোট ঘর ও রিসর্ট আছে। আপনি চাইলে সেখানেই থাকতে পারবেন। থাকা ও খাওয়া একই সাথে করতে পারবেন। বাঙালি খাবারের বেশ সম্ভার এখানে তৈরী হয়েছে।

কি কি দেখবেন – সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৩৮ ফুট উঁচুতে অবস্থিত লাচেন। এখানের বিশেষ আকর্ষণ সবুজ কর্ণিফার ও লাল-গোলাপি-বেগুনী রঙিন রডোডেনড্রন। এই গ্রামের লোকেরা মিলেই এই ফুলের চাষ করেন সারা বছর ধরে। লাচেন থেকে আপনি খুব সহজেই তিব্বত ঘুরে আসতে পারবেন। চোপতা ভ্যালি, থাঙ্গু, ইয়ুমথাং ভ্যালি এসব ঘুরে দেখবেন অবশ্যই। তবে তার জন্য একটি ভালো গাড়ি বুক করে নেবেন।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

পাইন, শাল, সেগুন গাছের তৈরী এই বনে আপনি ঢুকলে এক্কেবারে হারিয়ে যাবেন। পাহাড়ের গা বেয়ে সরু ঝর্ণা বেয়ে চলেছে অনবরত। চাইলে শরীর ভেজাতে পারেন। তবে পরিবেশে ঠান্ডার পরিমান বেশ তাই শরীরের দিকেও নজর রাখতে হবে। অনেকেই হয়তো জানেন না এই গ্রামের নিজস্ব প্রশাসন ব্যবস্থা আছে যে কারণেই হেরিটেজ ভিলেজের তকমা পেয়েছে। ভারতের মধ্যে থেকেও দেশের নয় বরং সেই গ্রামের নিজস্ব প্রশাসন ব্যবস্থাই চলে।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

খরচ – লাচেন ঘুরতে মাথাপিছু খরচ ৭০০০-১০,০০০ টাকা মতো। চাইলে বাড়তি খরচ বাঁচিয়ে অনেক ক্ষেত্রে ভ্রমণ খরচ বাঁচাতেও পারেন।