Travel : খরচ হবে নামমাত্র! পুরী-দীঘা ভুলে এবারের যাত্রা হোক ‘Khajjiar’, গেলে মন চাইবে না ফিরতে
Tour Planning : একঘেয়ে সমুদ্রকে জানান বিদায়, ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই 'Khajjiar' থেকে, একবার গেলে মন চাইবে না ফিরতে

কিছুদিন যেতে না যেতেই ঘুরতে যাওয়ার জন্য প্রায় সকলেরই মনটা উথাল-পাতাল করে। পাতি বাংলায় বলতে গেলে ঘুরতে যেতে কেই না ভালোবাসে বলুন তো দেখি। তবে, বাঙালি ঘুরতে যাওয়া বলতে এককথায় ওই দীঘা, পুরী ও দার্জিলিংয়ের কথাই বোঝেন। কিন্তু তার বাইরের প্রকৃতির অপূর্ব রূপ রয়েছে। যারা পাহাড় ভালোবসেন তাদের জন্য আজ রয়েছে অসাধারণ একটি ডেস্টিনেশনের খোঁজ। আর তা হল খাজ্জিয়ার। যেখানে আপনি একবার গেলে বারবার যেতে চাইবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
আরও পড়ুন : অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসছে Honda Activa 7G, দেখেই ঘুম উড়বে Suzuki, TVS-এর! দাম কত?
Location : খাজ্জিয়ার ডালহৌসি থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। অপার প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই জায়গায় গেলে আপনি মুগ্ধ হতে বাধ্য।
Thing To Do :
- এখানে খাজ্জিয়ার লেক, খাজিনাগ মন্দির এবং গল্ফ কোর্স ভারতীয় পর্যটকদের সুপরিকল্পিত খাজ্জিয়ার ট্যুর প্যাকেজের প্রধান আকর্ষণ হবে।
- সোলাং উপতক্যা, দেবদারু বন এবং তুষারাবৃত পর্বত দ্বারা বেষ্টিত। খাজ্জিয়ার প্রকৃতি প্রেমীদের এবং শান্তি-সন্ধানীদের জন্য একটি স্বর্গ।
- আপনি এখানে জর্বিং, ঘোড়ায় চড়া, প্যারাগ্লাইডিং এবং হাইকিং সহ অসংখ্য খেলায় অংশ নিতে পারেন।
- খাজ্জিয়ারের স্বাস্থ্যকর আবহাওয়া গ্রীষ্মকালে সমভূমির গরম পড়া আবহাওয়া থেকে আপনাকে মুক্তি দেবে। ,
- শীতকালে, এটি তুষারপ্রেমীদের প্রিয় স্থানগুলির মধ্যে একটি।
How To Reach : কোলকাতা থেকে জম্মু গামী যেকোন ট্রেনে পাঠানকোট। এরপর সেখান থেকে ডালহৌসি হয়ে খাজ্জিয়ার যেতে পারেন। এছাড়া কোটদ্বার হয়েও যাওয়া যায়। দিল্লির আইএসবিটি থেকে বাসে করেও যাওয়া যায়।