অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচা বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের দুর্দান্ত এই জায়গা থেকে

বাংলার অন্যতম পবিত্র দর্শনীয় স্থান জয়রামবাটি ও কামারপুকুর। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাসভূমি হিসাবে পরিচিত কামারপুকুর। দু’টি স্থানের মধ্যে ১০ কিলোমিটারের দূরত্ব থাকলেও, এই দু’টি জায়গা একটি অপরটির থেকে আলাদা নয়। দিন দুয়েকের জন্য অবশ্যই এই জায়গায় আপনি যেতে পারেন পরিবার নিয়ে। এই প্রতিবেদনে থাকলো সম্পূর্ণ বিস্তারিত।
কিভাবে যাবেন – জয়রামবাটি বা কামারপুকুরে কোনও রেলওয়ে স্টেশন নেই। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে তারকেশ্বর রেলওয়ে স্টেশনে আপনাকে নামতে হবে। তারকেশ্বর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দুটি স্থান। তারকেশ্বর থেকে বাস এবং গাড়ি করে সহজেই পৌঁছে যাওয়া যাবে জয়রামবাটি ও কামারপুকুর। সড়কপথে বাসের সাহায্যে সহজেই যেতে পারবেন।
কোথায় থাকবেন – জয়রামবাটি ও কামারপুকুরে প্রচুর হোটেল আছে। সেখানেই আপনি খুব ভালো করে রাত কাটাতে পারবেন।
কি কি দেখবেন – কামারপুকুরের রামকৃষ্ণ মঠ বিখ্যাত জায়গা যা ঘুরে দেখতেই হবে আপনাকে। ১৯৫১ সালে রামকৃষ্ণ মিশনের সদস্যরা একত্রিত হয়ে ‘রামকৃষ্ণ মঠ’ প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মঠ পরিদর্শনে সারা পৃথিবী থেকে প্রায় হাজার হাজার মানুষ এখানে আসেন। এর ভিতরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের, নন্দলাল বসুর তৈরী একটি মূর্তি রয়েছে।
জয়রামবাটি মঠ আরেকটি অন্যতম জায়গা। পুরাতন বাড়িতে বাস করতেন মা সারদা। আমোদার ঘাট এবং মায়ের ঘাট এই সব জায়গা ঘুরে দেখতে পারেন।
খরচ – খুব কম খরচে এই জায়গায় ঘুরতে পারবেন। মাত্র ২০০০-২৫০০ টাকা খরচ হবে এই যাত্রায়।